২৪ মে থেকে ‘রুপগাওয়াল’

হাবিবুর রহমান হাবিব পরিচালিত ‘রুপগাওয়াল’ মুক্তি পাচ্ছে ২৪ মে।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2013, 00:51 AM
Updated : 8 May 2013, 00:51 AM

এ বিষয়ে পরিচালক হাবিব গ্লিটজকে বলেন, “৩১ তারিখে মুক্তি দেওয়ার ইচ্ছা থাকলেও কিছু সমস্যা থাকার কারণে ২৪ তারিখে মুক্তি দিতে হচ্ছে।”

হাবিব আরও বলেন, “সঠিক সংখ্যা ১০ তারিখের আগে বলা যাচ্ছে না, তবে অনুমান করি প্রায় ৬০টির মতো হল বুক করবে আমার চলচ্চিত্রের জন্য। এমন কথাই হয়েছে বুকিং এজেন্টদের সঙ্গে।”

চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্ব নিয়েছে পরিচালকের নিজের প্রতিষ্ঠান ‘শিকড় গল্পচিত্র’। মজিবুল হক ভূঁইয়ার চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন সহিদুল হক। চিত্রনাট্যে চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে মুকাই চরিত্রটি ঘিরে। মুকাই জীবনসঙ্গিনী খুঁজে পেতে চায়, ছোটবেলায় শিক্ষকের বর্ণনা অনুযায়ী রাজকন্যার মতো কাউকে। এক সময় পেয়েও যায়। বাধা হয়ে দাঁড়ায় মেয়েটির ভাইয়েরা। মেয়েটির আপত্তি নেই যদি তার ভাইয়েরা রাজি হয়। সে বুদ্ধিও দেয়, মন্ত্র শিখে ভাইদের বশ করতে। কারণ ভাইয়েরা ভীষণ মেজাজি। মুকাই ছোটে মন্ত্র শিখতে কামরূপ কামাক্ষার উদ্দেশ্যে।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু ও নূর পলাশ। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শিমলা, নিলয়, চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী, তোফাজ্জল লিটন প্রমুখ।