আইয়াটা’র এশিয়ার নেতৃত্বে লিয়াকত আলী লাকী

সম্প্রতি সিঙ্গাপুর আর্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল এ্যামেচার থিয়েটার এসোসিয়েশন’ (আইয়াটা)-এর এশীয় অঞ্চলের থিয়েটার কংগ্রেস। আগামী ৪ বছরের জন্য ওই ফোরাম বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব ও শিশুনাট্য আন্দোলনের সংগঠক লিয়াকত আলী লাকীকে এশীয় অঞ্চলের সভাপতি মনোনীত করেছে।

রাশেদ শাওনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2013, 08:28 AM
Updated : 13 April 2020, 03:11 PM

জানা গেছে, এ কংগ্রেসে বাংলাদেশসহ এশিয়ার ১৭টি দেশ অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী এ্যামেচার থিয়েটার ও শিশুনাট্যের চর্চা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে আইয়াটা বিশেষ ভূমিকা রেখে চলেছে।

আগামী আগস্ট ২০১৩-তে মোনাকোতে অনুষ্ঠিতব্য বিশ্ব নাট্য কংগ্রেসে তিনি এশীয় অঞ্চলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।

লাকী গত ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্টিস্টিক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সাল থেকে চিলড্রেন এন্ড ইয়ুথ স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।