সুমনের গানে ‘গণদাবি’

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শাহবাগে বাঙালির গণজাগরণ সুরের প্রেরণা হয়ে ছুঁয়ে গেছে পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী কবীর সুমনকেও।

আজিজ হাসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2013, 10:49 AM
Updated : 9 Feb 2013, 05:01 AM
শুক্রবার নিজের ওয়েবসাইটে পোস্ট করা ‘গণদাবি’ গানে শাহবাগের এই গণ জমায়েত নিয়ে তিনি গেয়েছেন - ‘বসন্ত আজ বন্ধুরা দেখ গণদাবি হয়ে বাঁচে’।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান তরে গত মঙ্গলবার থেকে ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন চালিয়ে আসছেন হাজারো ছাত্র-জনতা। গত চার দিন ধরে সকাল-দুপুর-রাত প্রতিবাদ চলছেই।

সুমনের গানে উঠে এসেছে সাধারণ মানুষের এই দাবির কথা। উঠে এসেছে তার সমর্থনের কথাও। শারীরিকভাবে শাহবাগের সমাবেশে হাজির থাকতে না পারলেও গানের মধ্য দিয়ে আন্দোলনে সংহতি জানিয়েছেন তিনি।

বিমানে উড়তে ৩০ মিনিট, এতো কাছে তবু দূর/বিল-কূল নেই পাসপোর্ট-ভিসা, সীমানা চিনি না সুর

সীমানা চিনি না আছি শাহবাগে-আমার গিটারও আছে/বসন্ত আজ বন্ধুরা দেখ গণদাবি হয়ে বাঁচে

বাঁচো গণদাবি-বাঁচো গণদাবি, আসল বিচার চাই/যার যা পাওনা তাকে সেটা দাও- গণদাবি একটাই|

শুক্রবার বিকাল ৪টা ৫৭ মিনিটে ঢাকার শাহবাগ যখন ‘রাজাকারের ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল, ঠিক তখনই সুরে কথা বসিয়ে সুমন তার ‘গণদাবি’ পৌঁছে দেন অনলাইনে।   

সুমন চট্টোপাধ্যায় ২০০০ সালের ২৩ শে জুন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে কবীর সুমন নাম নেন।

ভারতের পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সুমনের গান দারুণ জনপ্রিয়।