চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি ও আয়শা প্রেমার বিয়ে সম্পন্ন হয়েছে ২২ জানুয়ারি রাজধানীর অফিসার্স ক্লাবে । সন্ধ্যার ওই বিয়েতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সস্ত্রীক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন নাট্যজন আসাদুজ্জামান নূর এবং নাট্যকার আনিসুল হক।
Published : 23 Jan 2013, 11:48 AM
বিয়েতে রনির আত্মীয়, বন্ধু, সহকর্মী, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিকসহ প্রায় ২ হাজার লোক উপস্থিত ছিলেন। অভিনেতা-অভিনেত্রী, কণ্ঠশিল্পী, নাট্যকার ও পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, জয়া আহসান, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, স্বাগতা, মেহজাবিন কনা, তাহসান-মিথিলা, মোস্তফা কামাল রাজ, অনুরুপ আইচ প্রমুখ।
রনি গ্লিটজকে বলেন, ‘আমাদের ৪ বছরের সম্পর্কের এই শুভ পরিণয়ে সবাই উপস্থিত হয়েছেন দেখে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই। আমার স্ত্রী আয়শা প্রেমা ইউ ল্যাবের একজন শিক্ষার্থী।’
রেদওয়ান রনি নির্মিত প্রথম সিনেমা ‘চোরাবালি’ এখন সারাদেশের ১৭টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।