লালবাগ-আজিমপুরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লালবাগ এবং আজিমপুরে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2020, 09:42 AM
Updated : 1 Feb 2020, 09:42 AM

দুপুর সাড়ে ১২টায় লালবাগ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংরক্সিথ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলেয়া পারভীন রনজু (গ্লাস) ও সাবিনা পারভীনের (আনারস) সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে।

ওই কেন্দ্রে কর্মরত এএসআই হালিম বলেন, “দুই পক্ষই নানা অভিযোগ তুলে গণ্ডগোল শুরু করে । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”

অন্যদিকে দুপুর ১টায় আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, বদিউল আলম সুইট (ঝুড়ি) ও আশরাফ আলী আজমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

লালবাগ জোনের পরিদর্শক পেট্রোল শাহ আলম বলেন, “শান্তিপূর্ণভাবেই এলাকায় ভোট গ্রহণ হচ্ছে। হঠাৎ দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝিতে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”