হামলা-মামলার জবাব ভোটের মাধ্যমে: তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, এবার ভোটে জিতে বিএনপির সব প্রার্থীদের উপরে হামলা ও তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার ‘জবাব দেবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 04:27 PM
Updated : 30 Jan 2020, 04:27 PM

বৃহস্পতিবার বিকালে তেজগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষমতাসীনদের এই হুঁশিয়ারি দেন তিনি।

গুলশান-২ এ নির্বাচনী গণসংযোগে গিয়ে তাবিথ বলেন, “পরিস্থিতি নিয়মিত বদলায়। রুহুল কবির রিজভীর উপরে বড় সড় হামলা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এরকম হামলা-মামলা হতে পারে। জনগণকে শক্তি হিসাবে নিয়ে আমরা প্রস্তুত আছি। ভোটের মাধ্যমে জয়লাভ করব, ভোটের মাধ্যমে সব হামলা-মামলার জবাব দেব।”

তাবিথ পরে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি রিজভীকে দেখতে যান।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনী প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার বিকালে তেজগাঁও বাসস্ট্যান্ডে ধানের শীষের পক্ষের প্রচারণাকালে রিজভীর নেতৃত্বে মিছিল শুরু হলে আওয়ামী লীগের একদল কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।