ছেলেদের জন্য ভোটের মাঠে মায়েরা

ছেলের জন্য ভোট চাইতে প্রচার চালিয়ে যাচ্ছেন ঢাকায় বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের মা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 01:53 PM
Updated : 28 Jan 2020, 01:59 PM

তাবিথের মা নাসরিন ফাতেমা আউয়াল মঙ্গলবার উত্তরার ১৪ নম্বর সেক্টর ও গুলশানের পিংক সিটিতে এবং ইশরাকের মা ইসমত আরা মালিবাগের মৌচাক এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা উত্তরে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ এফবিসিসিআইর সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ও নাসরিনের ছোট ছেলে। ইশরাক ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ও ইসমত আরার বড় ছেলে।

নারী উদ্যোক্তা নাসরিন আউয়াল হেঁটে হেঁটে গণংযোগের সময় তাবিথের প্রচারপত্র বিলি করে ছেলের জন্য ভোট চান।

গুলশানে ছেলের জন্য ভোট চাইছেন তাবিথ আউয়ালের মা নাসরিন ফাতেমা আউয়াল।

তিনি ভোটারদের বলেন, “আমি আপনাদের কাছে এসেছি আমার ছেলের জন্য দোয়া চাইতে। তাকে ধানের শীষের ভোট দেবেন।”

গণসংযোগকালে নাসরিনের সঙ্গে জেএসডির আসম আবদুর রবের স্ত্রী তানিয়া রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত লাকীও ছিলেন।

ইসমত আরা তার ছোট ছেলে ইশফাক হোসেনসহ স্বজনদের সঙ্গে নিয়ে মৌচাক-মালিবাগ এলাকায় ইশরাকের জন্য প্রচার চালান।