গ্রিন বিজনেসে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

সবুজ বান্ধব ব্যবসায় বিনিয়োগ করলে বাংলাদেশ ব্যাংক আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 05:22 PM
Updated : 7 July 2015, 05:22 PM

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও ছাদবাগান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

গভর্নর বলেন, “ব্যবসায়ীরা এগিয়ে এলে দেশে সত্যিকারের উন্নয়ন সম্ভব। কারণ দেশের উন্নয়নে বেসরকারি খাতের অবদানই বেশি।”

এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আতিউর রহমান বলেণ, “শহরের তাপমাত্রা গ্রামের তুলনায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে ছাদে বাগান করা হলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমিয়ে আনা সম্ভব।” 

ছাদ বাগান ও নার্সারির জন্য অগ্রণী ব্যাংকের ঋণ বাজেট থেকে অনুমোদন করা ঋণ বিতরণ এক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় গর্ভনর নারায়ণগঞ্জের কয়েকজন ছাদ বাগান মালিকের হাতে বিভিন্ন ফলের চারা তুলে দেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের উদ্যোগে প্রকাশিত ‘গ্রিন ব্যাংকিং ও পরিবেশ রক্ষায় ছাদে বাগান’ শীর্ষক একটি বইয়ের মোড়কও উন্মোচন করেন তিনি।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ, কৃষিবিজ্ঞানী আব্দুর রহিম প্রমুখ।