বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ ‘অপচয় ও দুর্নীতি’
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2015 08:43 PM BdST Updated: 14 Jun 2015 08:43 PM BdST
‘অপচয় ও দুর্নীতিকে’ বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) বাজেট পর্যালোচনা সভায় একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা অপচয় ও দুর্নীতি। এগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে বাজেট কখনোই পূর্ণতা পাবে না।
“আমাদের দেশ দুর্যোগপূর্ণ একটি দেশ। এখানে প্রযুক্তির অভাব রয়েছে এবং শিশুমৃত্যুর হারও বেশি। এসব সমস্যার সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে জেলা বাজেটের বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য, এবারের বাজেটে জেলা বাজেটের কথা কোথাও উল্লেখ নেই।
“১৫ শতাংশ মূসক প্রদান করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই মূসকের হার না বাড়িয়ে করের জাল আরও প্রসারিত করা উচিত।”
এর আগে বাজেট পর্যালোচনাপত্র উপস্থাপন করেন সুপ্র’র ক্যাম্পেইন সমন্বয়কারী সাকেরা নাহার।
এতে বলা হয়, বাজেটের পূর্ণ ও সঠিক বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে রাজস্ব ব্যবস্থাপনার দক্ষতা যেমন জরুরি তেমনি দুর্নীতি হ্রাস, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ অত্যাবশ্যক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকাত আলী বাদশা, নাজমুল হক প্রধান, বেগম সানজিদা খানম, রুস্তম আলী ফরাজী, নাভানা আক্তার ও মোসাম্মৎ সেলিনা জাহান।
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব