সরকারের ব্যাংকঋণে তারল্য সঙ্কট হবে না: আতিউর
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015 08:50 PM BdST Updated: 05 Jun 2015 08:50 PM BdST
প্রস্তাবিত বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণগ্রহণের লক্ষ্যমাত্রার পুরোটা সরকার নিয়ে নিলেও বাজারে কোনো তারল্য সঙ্কট হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত এই বাজেটে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা ঘাটতি ধরে এর মধ্যে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে ‘ধার’ করে মেটাবেন বলে ঘোষণা দিয়েছেন মন্ত্রী।
ব্যাংক থেকে সরকার বড় অংকের ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে গিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে কি না-অর্থমন্ত্রীর কাছে জানতে চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক।
অর্থমন্ত্রী নিজে উত্তর না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে বক্তব্য দিতে বলেন।

“বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। কলমানি রেট দেখলেই সেটা বোঝা যায়। ফলে ট্রেজারি বন্ডের মাধ্যমে সরকার কিছু ঋণ নিলে তা বাজারে বিশেষ প্রভাব ফেলবে না। এমনকি সুদ হারও প্রভাবিত হবে না।
“এছাড়া ব্যক্তি খাতের বিনিয়োগ উৎসাহিত করতে আমরা বিদেশ থেকে ঋণ নেওয়ার সুযোগ দিচ্ছি।”
এ অবস্থায় সরকার বাজেটে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ধরেছে, তার পুরোটা নিলেও বাজারে কোনো তারল্য সঙ্কট হবে না বলে জোর দিয়ে বলেন
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ৩১ হাজার ২২১ কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ৯ হাজার ৫৬ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরে।
সঞ্চয়পত্র থেকে নিলেও সর্বশেষ হিসাবে সরকার ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি।
জুলাই-এপ্রিল সময়ে সঞ্চয়পত্র থেকে সরকার ২৪ হাজার ১৪১ কোটি টাকা ঋণ নিয়েছে।
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব