‘বাজেট গণমুখী ও ব্যবসাবান্ধব’
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015 11:45 PM BdST Updated: 04 Jun 2015 11:45 PM BdST
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী ও ব্যবসাবান্ধব’ আখ্যা দিয়েছে চট্টগ্রাম চেম্বার।
তবে তৈরি পোশাকসহ সব রপ্তানি পণ্যে বিদ্যমান কর হার অপরিবর্তিত রাখার আহ্বান জানিয়েছে তারা।
নতুন বাজেটে তৈরি পোশাক শিল্পের উৎসে কর প্রায় আড়াই গুণ বাড়িয়ে ১ শতাংশ করা হচ্ছে, যা চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হবে।
তৈরি পোশাক ছাড়াও আরও কিছু পণ্যের উপর প্রস্তাবিত কর ও শুল্ক কমানোরও অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

বাজেটে রাজস্ব আদায়ে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে হয়রানিমুক্ত সহজ করপ্রদান প্রক্রিয়া বাস্তবায়ন, করের আওতা ও নতুন করদাতা চিহ্নিত করতে চেম্বারের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়।
নির্ধারিত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা, মহিলা ও ৬৫ বছরের ঊর্ধ্বে করদাতার ক্ষেত্রে তিন লাখ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা বর্তমান মূল্যস্ফীতি অব্যাহত থাকলে জনগণের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।
শিল্পায়নের অনুকূল পরিবেশ রেখে কর্মসংস্থান বৃদ্ধিতে মূলধনী যন্ত্রপাতির উপর শুল্ক ২ শতাংশ থেকে ১ শতাংশে আনার দাবিও জানানো হয় বিবৃতিতে।
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- তামিমকে ছাড়িয়ে সাকিব