নিত্য ব্যবহার্য কিছু পণ্যের দাম কমছে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015 07:03 PM BdST Updated: 04 Jun 2015 07:33 PM BdST
প্রস্তাবিত বাজেটে কর ও শুল্ক হারের পরিবর্তনের কারণে কিছু পণ্য ও সেবার দাম কমতে যাচ্ছে।
Related Stories
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বেশ কিছু পণ্যের কর ও শুল্ক বাড়ানো এবং কমানোর প্রস্তাব করেছেন।
তবে শুল্ক ও কর বাড়ানো বা কমানোর প্রস্তাব করলেই ওই পণ্যের দাম কমে বা বাড়ে এমন নয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী যেসব পণ্যের সম্পূরক শুল্ক, কর ও ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন তার মধ্যে গ্লুকোজ, সাদা চকলেট (কোকাযুক্ত নয়), কোকাযুক্ত চকলেট, চকলেট বার, মিষ্টি বিস্কুট, ওয়েফার, টোস্ট, জ্যাম, জেলি, গ্রীজ, মশার কয়েল, টয়লেট পেপার, ওভারকোট, কার কোট, কেইপ, স্যুট, জ্যাকেট, ব্লেজার, ট্রাউজার, ছেলেদের শার্ট (নিটেড বা ক্রশেটেড), অন্তর্বাস, পায়জামা, মেয়েদের ব্লাউজ, শার্ট ও শার্ট-ব্লাউজ, মেয়েদের জার্সি, পুলওভার, কার্ডিগান, পেটিকোট, প্যান্টিসহ বিভিন্ন অন্তর্বাস, সব ধরনের টুথ ব্রাশ, বিভিন্ন ধরনের চশমা ও চশমার ফ্রেম, স্যানিটারি ন্যাপকিন, টাওয়েল (প্যাড) ও বাচ্চাদের একই ধরনের পণ্য, খেলার তাস, দেশীয় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত খেলনা ইত্যাদি।
এছাড়া প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে। পার্টিকেল বোর্ড, ছাপানোর ছবির খরচ কমানোর জন্য শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব