পুঁজিবাজার বড় করার নীতি সহায়তা
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015 07:03 PM BdST Updated: 04 Jun 2015 08:47 PM BdST
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট কর হার কমানো এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের করমুক্তসীমা বাড়ানোসহ বেশ কয়েকটি প্রস্তাব করা হয়েছে বাজেটে।
Related Stories
এর ফলে পুঁজিবাজারে ‘ইতিবাচক’ প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট বক্তৃতায় ভবিষ্যতে পুঁজিবাজারের সম্প্রসারণের আশা প্রকাশ করে তিনি বলেন, “বিগত চার বছরের কার্যক্রমের ফলে পুঁজিবাজার এখন একটি ভালো অবস্থানে পৌঁছেছে। পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে আরও কোম্পানিকে আকৃষ্ট করতে চাই।”
এর কারণেই পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোস্পানির করপোরেট করহার কমানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানকে আগের মতোই ৪২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হবে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে যারা এরই মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাদের করহার আগের চেয়ে কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।

এর বাইরেও পুঁজিবাজারের জন্য আরও কিছু সুযোগ-সুবিধার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
বিনিয়োগকারীরা এতদিন কোম্পানির লভ্যাংশ থেকে যে আয় করতেন, তা ২০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত ছিল। এই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া কোম্পানি বা অংশীদারী ফার্মের পুঁজিবাজারে বিনিয়োগ হতে অর্জিত মুনাফার উপর যে ১০ শতাংশ উৎসে কর দিতে হত, তা প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
এসব প্রস্তাবের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, “সরকার পুঁজিবাজারের দিকে যথেষ্ট নজর দিয়েছে এবং বাজারকে বড় করতে চাচ্ছে।
“তালিকাভুক্ত না হলে সরকার কর বেশি পায়। তারপরও কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার জন্য সরকার যে ছাড় দিচ্ছে তাতেই বাজারের প্রতি সরকারের গুরুত্ব বোঝা যাচ্ছে।”
সরকার যে সুযোগ দিচ্ছে তাতে পুঁজি উত্তোলনকারীদের জন্যও সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেয়ারবাজারের জন্য অনেক ইতিবাচক বিষয় বাজেটে আছে।”
এজন্য অর্থমন্ত্রীর ‘ধন্যবাদ’ জানিয়ে বাজারে এর ইতিবাচক প্রভাবের আশা করেন তিনি।
-
খাতা খোলার হাল ফেরেনি
-
লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
-
বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হল আরও ৫টি সেবা
-
কৃষিপণ্য ও পার্সেল পরিবহনে বুধবার থেকে বিশেষ ট্রেন
-
‘ছোটদের’ প্রণোদনা ঋণ মিলবে ৩০ জুন পর্যন্ত
-
কোভিডে বাজেটে প্রাধান্য পাবে গ্রামীণ অর্থনীতি : অর্থমন্ত্রী
-
‘কঠোর লকডাউনের’ আগে দুদিন ব্যাংক লেনদেনের সময় বাড়ল
-
মহামারীতে প্রান্তিক পরিবারের ঋণ বেড়েছে
সর্বাধিক পঠিত
- ব্যাটে-বলে সাকিবের দুই রূপ, কলকাতার অবিশ্বাস্য হার
- মামুনুলের মাদ্রাসা থেকে গ্রেপ্তার হেফাজত নেতা ইলিয়াস: র্যাব
- বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিতে পিএসজি
- লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
- ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি
- কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
- করোনাভাইরাস: দেশে এক দিনে ৯৬ মৃত্যু
- লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু
- আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের
- ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ঢাকায় কড়াকড়ি