তৈরি পোশাকে কর বাড়ছে দ্বিগুণের বেশি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015 06:49 PM BdST Updated: 04 Jun 2015 07:13 PM BdST
-
ফাইল ছবি
নতুন বাজেটে তৈরি পোশাক শিল্পের উৎসে কর প্রায় আড়াই গুণ বাড়িয়ে ১ শতাংশ করা হচ্ছে, যা চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক পণ্যের রপ্তানি মূল্যের উপর আরোপিত বর্তমান দশমিক ৩০ শতাংশ উৎস কর থেকে বৃদ্ধির এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অন্য সব রপ্তানি পণ্যের ক্ষেত্রেও রপ্তানি মূল্যের উপর উৎসে করহার দশমিক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে একই করহারকে চূড়ান্ত কর হিসেবে প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বিশেষ পরিস্থিতি বিবেচনায় গত অর্থবছরে তৈরি পোশাক ও অন্য সব রপ্তানি পণ্যের উপর করহার যথাক্রমে রপ্তানিমূল্যের দশমিক ৩০ শতাংশ ও দশমিক ৬০ শতাংশে নামানো হয়।
মুহিত বলেন, “আমাদের কাপড় এবং পোশাক শিল্প নানা ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করে। এছাড়া আরো রপ্তানি দ্রব্যও এই সুযোগ পায়। এই সুযোগটি শুধু এক বছরের জন্য দেওয়া হয়েছিল।
“তাই এবারে এই সুযোগ প্রত্যাহার করে তৈরি পোশাক, টেরি টাওয়েল, কার্টন ও এক্সেসরিজ, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছসহ সকল রপ্তানি পণ্যের রপ্তানি মূল্যের উপর ১ শতাংশ হারে উৎসে করা কর্তনের প্রস্তাব করছি এবং একইসঙ্গে উক্ত কর সকল ক্ষেত্রে করদাতার চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করার প্রস্তাব করছি।”
পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন পুনঃনির্ধারণ ও ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পুষিয়ে নিতে গত বছর তৈরি পোশাক রপ্তানি মূল্যের উৎসে করহার দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করা হয়।
এই করহার কমানোর ফলে বছরে সরকারের রাজস্ব আয় ২ হাজার ৫০০ কোটি টাকা কম হবে বলে সেসময় জাতীয় রাজস্ব বোর্ড জানায়।
তবে দশমিক ৩০ শতাংশ উৎসে করকে চূড়ান্ত কর হিসেবে গণ্য করে মোট পাঁচ বছরে জন্য এই সুবিধা বহাল রাখার দাবি জানিয়ে আসছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
-
আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার
-
ব্যাংককর্মী কোভিডে আক্রান্ত হলে ক্ষতিপূরণ আর নেই
-
‘হিট শকে’ এক লাখ টন চাল কম উৎপাদনের শঙ্কা
-
ইএফটি চালু, চেকও ক্লিয়ার হচ্ছে
-
ঝুঁকিতে থাকা শ্রমিকদের বাঁচাতে সামাজিক সংলাপের তাগিদ
-
ভ্যাট ফাঁকি: নারায়ণগঞ্জ ক্লাবকে নোটিস
-
কাগজের কর প্রত্যাহার চান সম্পাদকরা
-
ব্যাংকে গ্রাহক কম, লেনদেনও হাতেগোনা
-
আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার
-
কোভিডে আক্রান্ত ব্যাংককর্মীর ক্ষতিপূরণ নেই, মৃত্যুতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা
-
‘হিট শকে’ এক লাখ টন চাল কম উৎপাদনের শঙ্কা
-
ইএফটি চালু, চেকও ক্লিয়ার হচ্ছে
-
ঝুঁকিতে থাকা শ্রমিকদের বাঁচাতে সামাজিক সংলাপের তাগিদ
-
সাড়ে ৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি, নারায়ণগঞ্জ ক্লাবকে ১৫ দিনের নোটিস
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল