মূল্যস্ফীতি ৬.২ শতাংশে নামানোর আশা

গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করে বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 11:25 AM
Updated : 4 June 2015, 11:25 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য হ্রাস, সন্তোষজনক কৃষি উৎপাদন, অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন ও বাংলাদেশ ব্যাংকের সতর্ক মুদ্রানীতির প্রভাবে ২০১৫-১৬ অর্থবছরে  মূল্যস্ফীত আরও কমে আসবে বলে আমি মনে করি।”

চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় মুহিত কোনো লক্ষ্যমাত্রা ঠিক না করে মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেছিলেন।

তিনি বলেছিলেন, গড় মূল্যস্ফীতি ২০১৪ সালের জুন শেষে ৭ শতাংশের কাছাকাছি এবং ২০১৪-১৫ অর্থবছরে তা আরও কমে আসবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, অর্থমন্ত্রীর সেই ঘোষণা অনেকটাই সফল হয়েছে। এ বছর এপ্রিল শেষে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ।

আর মাসওয়ারি, অর্থ্যাৎ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।

এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।