এনবিআরের ই-টিআইএন রেজিস্ট্রেশন সেবাকেন্দ্র

করদাতাদের অনলাইন নিবন্ধনে জটিলতা এড়াতে সহায়তা দিতে ই-টিআইএন রেজিস্ট্রেশন সেবা কেন্দ্র চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2014, 03:41 PM
Updated : 7 May 2014, 03:41 PM

বিসিএস কর একাডেমি ভবনে বুধবার এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এই কেন্দ্র থেকে নতুন-পুরনো করদাতারা ইলেকট্রনিক পদ্ধতিতে টিআইএন নিবন্ধন করতে পারবেন।

পাশাপাশি যারা আগে ই-টিআইএন নিবন্ধন করেছেন তারা তথ্যগত যেকোনো ভুল সংশোধন করে নিতে পারবেন।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কেন্দ্র থেকে সেবা দেয়া হবে।

প্রবাসী করদাতারাও এই কেন্দ্র থেকে সেবা নিতে পারবেন। এজন্য নিবন্ধন করার পর তাদের একটি করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে।

এই সেবা কেন্দ্র থেকে ই-টিআইএন নিবন্ধন করতে হলে করদাতার জাতীয় পরিচয়পত্র অথবা  পাসপোর্টের কপি, এক কপি রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর লাগবে।

করদাতারা সেবা কেন্দ্রের ৮৩১৯৯০৯, ৯৩৩২০৬৫, ৯৩৪৫০৯৯ নম্বরে ফোন করে যে কোনো পরামর্শ নিতে পারবেন।

২০১৩ সালের ১ জুলাই এনবিআর ই-টিআইএন ব্যবস্থা চালু করে। নতুন এই পদ্ধতি চালুর পর এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিজিটের টিআইএনের পরিবর্তে ১২ ডিজিটের টিআইএন চালু হয়েছে।

এনবিআরের হিসাবে এ পর্যন্ত ৬ লাখের বেশি করদাতা নতুন এই ব্যবস্থায় নিবন্ধন করেছেন।

এনবিআরের সদস্য কালিপদ হালদার, ফসিহ উদ্দিন আহমেদ, সুলতান মোহাম্মদ ইকবাল, চৌধুরী আমির হোসেন, কর একাডেমির মহাপরিচালক রঞ্জন কুমার ভৌমিকসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।