মুহিতের মুখে এবার ‘ফাটকাবাজারী’

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ‘ফাটকাবাজ’ বলে সমলোচনার মুখে পড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার পুঁজিবাজার নিয়ে কথা বলতে গিয়ে উচ্চারণ করেছেন ‘ফাটকাবাজারী’ শব্দটি।

মুনীরুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2013, 07:08 AM
Updated : 6 Jan 2013, 09:52 AM

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ‘ফাটকাবাজ’ বলে সমলোচনার মুখে পড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার পুঁজিবাজার নিয়ে কথা বলতে গিয়ে উচ্চারণ করেছেন ‘ফাটকাবাজারী’ শব্দটি।

রোববার অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফাটকাবাজারীরা’ গোলমাল করছে।

সরকারের চতুর্থ বছর পূর্তির দিন এক সাংবাদিকের প্রশ্ন ছিল- জিবাজার নিয়ে কোনো অস্বস্তি আছে কি না?

এর উত্তরে মুহিত বলেন, “এটা নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের বিরাট সম্পর্ক নেই। পুঁজিবাজার পুঁজি সংগ্রহের জায়গা, এখানে সূচকের ওঠানামা ইম্মেটেরিয়াল।”

সরকারের চার বছরে ‘পুঁজি সংগ্রহের’ জন্য পুঁজিবাজার ‘অনেক বেশি শক্তি’ অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

গত দুই বছর ধরে পতনশীল পুঁজিবাজার নিয়ে এক সাংবাদিক অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তখন বলেন- বিনিয়োগকারীদের আস্থা না থাকলে তারা তো বাজারে আসবে নাঃ

একটু রেগে গিয়ে মুহিত বলেন, “বিনিয়োগকারীরা আসছে। আর ওইসব ফাটকাবাজারীরা এসব গোলমাল করছে।”

২০১১ সালে পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীদের ‘ফাটকাবাজ’ বলেন অর্থমন্ত্রী। এরপর ব্যাপক সমালোচনায় পড়েন তিনি। সংসদেও সমালোচনা হয় তার।

গত চার বছরে দায়িত্ব পালনের সময় ‘রাবিশ’ উক্তির জন্যও সমালোচনা সইতে হয়েছে মুহিতকে।

হল-মার্ক কেলেঙ্কারিতে আড়াই হাজার কোটি টাকা ‘লুট’ ‘তেমন বড় কিছু নয়’ মন্তব্য করে সমালোচনার মুখে ভুল স্বীকার করেন তিনি।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির হরতাল ডাকাকে ‘উন্মাদের সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন মুহিত।

তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “অর্থমন্ত্রী পাগলা মেহের আলী হয়ে গেছেন।”