উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে ‘হোয়াইটবোর্ডে’র অষ্টম সংখ্যা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 11:45 PM BdST Updated: 22 Jun 2022 11:45 PM BdST
বাংলাদেশের পরবর্তী উন্নয়ন ধাপের নীতি-নির্ধারণী চ্যালেঞ্জগুলোর উপর লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ত্রৈমাসিক সাময়িকী ‘হোয়াইটবোর্ড’র অষ্টম সংখ্যা।
সাময়িকীটির সম্পাদকীয় নোটে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক লিখেছেন, “উন্নয়নের পরবর্তী ধাপে বাংলাদেশের প্রবেশের সময় দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটি হচ্ছে- অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করা এবং অন্যটি হলো- এর সঙ্গে আসা পরিবর্তনগুলোর ব্যবস্থাপনা।’
আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান ‘হোয়াইটবোর্ড’র প্রধান সম্পাদক। সাময়িকীটি সিআরআই থেকে প্রকাশিত হচ্ছে।
তুলনামূলক উচ্চস্তরের শিক্ষাসহ একটি তরুণ ও প্রযুক্তি-সচেতন জনগোষ্ঠী কর্মশক্তিতে প্রবেশ করছে উল্লেখ করে রাদওয়ান মুজিব লিখেছেন, “তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে নেতৃত্ব দিচ্ছে এবং অন্যান্য শিল্পগুলোও এটাকে অনুসরণ করতে প্রস্তুত- এমন লক্ষণ দেখা যাচ্ছে।”
অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের সামনে এশিয়ার যে উদীয়মান দেশগুলো তারমধ্যে বাংলাদেশ একটি- মন্তব্য করে তিনি বলছেন, “এই প্রক্রিয়ার মূল বিষয় হলো শিল্পায়ন ও নগরায়ন।
“তবে ক্রমবর্ধমান বেদনা এড়াতে নীতিনির্ধারকদের অবশ্যই দ্রুত ও সিদ্ধান্তমূলকভাবে এমন কাজ করতে হবে যাতে নগর ও বাণিজ্য বিকাশের একটি উপায় বের হতে পারে।”

“দেশটি উড্ডয়নের জন্য প্রস্তুত - কিন্তু নীতিনির্ধারকরা কীভাবে নিশ্চিত করবেন যে এটির একটি নিরাপদ লঞ্চিং প্যাড আছে?” সম্পাদকীয় নোটের শেষে প্রশ্ন রেখেছেন জাতির পিতার দৌহিত্র।
এবারের সংখ্যায় উৎপাদনের বহুমুখীনতা নিয়ে উন্নয়ন অর্থনীতিবিদ গুস্তাভ পাপানেকের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে তাসনিম চৌধুরী বহ্নি, নগরায়ন নিয়ে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও নওশের রহমানের লেখা রয়েছে।
লন্ডন স্কুল অব ইকনোমিক্সের গ্র্যাজুয়েট রাদওয়ান দেশের তরুণদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছেন। তারই উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে ভিত্তি করে গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রকাশ করে আসছে সিআরআই।
তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে সিআরআই-এর ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’ প্রশংসা কুড়িয়েছে।
দেশের তরুণদের জন্য ‘জয় বাংলা’ কনসার্ট আয়োজনের পেছনেও রয়েছেন রাদওয়ান মুজিব।
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
-
খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান, পরামর্শ প্রধানমন্ত্রীর
-
বাজেট সহায়তা পেতে আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?