রোহিঙ্গাদের জন্য ৩৮১ কোটি টাকা অনুদান দেবে এডিবি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 09:43 PM BdST Updated: 22 Jun 2022 09:43 PM BdST
-
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র। ছবি: আব্দুর রহমান
কক্সবাজারে শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা, পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৪ কোটি ১৪ লাখ ডলারের অনুদান অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৮১ কোটি টাকা (১ ডলারে ৯২ টাকা)।
বুধবার ফিলিপিন্সের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তরে পর্ষদ সভায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এডিবি।
এতে এশিয়াভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থাটি জানায়, সভায় কক্সবাজার -টেকনাফ জাতীয় সড়কে ৩০ দশমিক ৭৬ কিলোমিটার সড়কের পুর্নবাসনের জন্য আরও তিন কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭৬ কোটি টাকা, যা পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে ২ শতাংশ সুদসহ ঋণ ফেরত দিতে হবে।
এ নিয়ে রোহিঙ্গাদের জন্য দ্বিতীয়বারের মত অনুদান সহায়তা অনুমোদন করলো এডিবি। এর আগে ২০১৮ সালে ১০ কোটি ডলারের অনুদান দেওয়া হয়েছিল।
অনুদানের বিষয়ে এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিনটিং বলেন, এ সহায়তা (রোহিঙ্গাদের) স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কোভিড-১৯ ও ভবিষ্যতের যেকোনো মহামারী মোকাবিলায় সহায়তা করবে।
এডিবি জানায়, অনুদানের অর্থে উখিয়া উপজেলায় ২০০টি পানির উৎস তৈরি করে পাইপের মাধ্যমে তা রোহিঙ্গাদের কাছে সঞ্চালনা করা হবে। সেখানে পয়:নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের চারটি স্বাস্থ্য কেন্দ্রে গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ সেবা কার্যক্রমের আধুনিকায়ন করা হবে। পাশাপাশি টেকনাফে ছয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেন্টার সম্প্রসারণ করা, কক্সবাজারের স্বাস্থ্যসেবা কর্মীদের দক্ষতা উন্নত করবে এবং সাহায্য করার জন্য একটি বহুমুখী দুর্যোগ-প্রতিরোধী বিচ্ছিন্নতা কেন্দ্র নির্মাণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুদানের অর্থে দুর্যোগপ্রবণ কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং একটি বহুমুখী আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী প্রায় ১৩ কিলোমিটার গ্রামীণ সড়কেরও উন্নয়ন করা হবে।
অপরদিকে ঋণের অর্থে টেকনাফ ও কক্সবাজারের জাতীয় মহাসড়ক ১ এর ৩০ দশমিক ৭৬ কিলোমিটার অংশ সংস্কার করা হবে।
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
-
খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান, পরামর্শ প্রধানমন্ত্রীর
-
বাজেট সহায়তা পেতে আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?