আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমির উপর হচ্ছে চীনের অর্থনীতিক অঞ্চল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি।”
সব মিলিয়ে ১১ ধরনের টিকেট রয়েছে বাংলাদেশ রেলওয়ের, যার মধ্যে এতদিন স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থে চড়তে ১৫ শতাংশ ভ্যাট গুণতে হতো যাত্রীদের।
নতুন বাজেট প্রস্তাব পাস হলে ওই তিন ধরনের পাশাপাশি প্রথম শ্রেণির টিকেটের জন্য একই পরিমাণের অতিরিক্ত অর্থ গুণতে হবে।