বাজার ও অর্থনীতির সুরক্ষায় করণীয় কী, অর্থ মন্ত্রণালয়ে বৈঠক
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 09:21 AM BdST Updated: 23 May 2022 09:21 AM BdST
-
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।ফাইল ছবি
মহামারীর পর ইউক্রেইন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে অস্থিরতার মধ্যে দেশের পুঁজিবাজার এবং সার্বিক অর্থনীতির সুরক্ষায় করণীয় ঠিক করতে ‘জরুরি বৈঠক’ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহও রোববারের এ বৈঠকে উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের পুঁজিবাজারে ছোট-বড় কোনো বিনিয়োগকারীর স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে ‘সজাগ দৃষ্টি রাখার’ নির্দেশ দেন অর্থমন্ত্রী। সেই সাথে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে জোরালো আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের ‘কিছু দিক-নির্দেশনা’ দেন।
তবে সেসব নির্দেশনা বা বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, “কোভিড-১৯ এর অভিঘাত থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নতুনভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থা চলার কারণে সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ অর্থনৈতিক মন্দা পরিলক্ষিত হচ্ছে। এর বিরূপ প্রভাব দেশের পুঁজিবাজারসহ অর্থনীতির কোনো খাতে যেব না পড়ে সে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন বজায় রাখা, বিনিয়োগের ভালো পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়টিও অর্থমন্ত্রীর ওই সভার আলোচ্য সূচিতে ছিল।
-
বাঁচানো গবাদিপশু টিকিয়ে রাখার সংগ্রামে বানভাসিরা
-
আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
-
কাঁচা চামড়ায় ঋণের জন্য ৪৪৩ কোটি টাকা, পাচ্ছে কে?
-
কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
-
ফল গাড়িসহ বিলাস পণ্য আমদানিতে ঋণ নয়
-
বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
-
৮ দিন গভর্নরবিহীন বাংলাদেশ ব্যাংক
-
আরও আড়াই লাখ টন চাল আমদানির অনুমোদন
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি