ডলারের দরে অস্থিরতা: মাঠে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022 06:14 PM BdST Updated: 19 May 2022 09:04 PM BdST
ঘোষিত বিনিময় হারের চেয়ে বেশি দরে ডলার কেনাবেচা নিয়ে শোরগোলের মধ্যে সরকারি-বেসরকারি ব্যাংক পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের চারটি দল।
বৃহস্পতিবার সকাল থেকে তারা কয়েকটি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুপুর থেকে শুরু করেন ট্রেজারি ও ফরেন এক্সচেঞ্জ বিভাগের নথি ও ডলার সংগ্রহের অনলাইন ও নগদে বেচাকেনার তথ্য যাচাইয়ের কাজ।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে ডলারের বিনিময় হার নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দেখবে বাংলাদেশ ব্যাংক। এজন্য চারটি টিম নেমেছে।”
মহামারীর পর ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়েছে বিশ্বের অনেক দেশ। নিত্যপণ্য ও জ্বালানির দাম বাড়ার পাশাপাশি ডলারের বিনিময় হারে দেখা দিয়েছে অস্থিরতা।
বাংলাদেশেও উচ্চ আমদানি চাপে ডলারের বিনিময় হার বেড়েছে দ্রুত গতিতে, অতীতে কখনো এতো দ্রুত বিনিময় হার বৃদ্ধি দেখা যায়নি।
ডলারের বিনিময় হার বৃদ্ধির সঙ্গে কমেছে টাকার মান। বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা; এর আগে যা ছিল ৮৬ টাকায় ৭০ পয়সা।
ডলারের উর্ধগতিতে গত দুই মাসে টাকার মান তিন দফা কমানো হয়। সর্বশেষ ১৬ মে একদিনেই ডলারের বিপরীতে টাকার মান কমানো হয় ৮০ পয়সা।
পরদিন সকাল থেকেই বাড়তে শুরু করা ডলার সন্ধ্যায় কোনো কোনো মানি এক্সচেঞ্জ ও খুচরায় ডলার বিক্রেতারা ১০২ টাকা পর্যন্ত দরে বিক্রি করেন; এতটা দর এর আগে দেখা যায়নি।
এরপর বুধবার তা কিছুটা কমে ৯৯ থেকে ৯৭ টাকায় নামে। বৃহস্পতিবার আরও কমে তা ৯৭ টাকা হয়েছে। তবে ব্যাংকগুলোতে নগদে ডলার বিনিময় হার গত কয়েকদিন ধরে একই অবস্থায় রয়েছে। সর্বোচ্চ ৯৯ টাকা দিয়ে নগদে ডলার বিক্রি করছে আইএফআইসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক।
আমদানি মূল্য পরিশোধে ব্যাংকগুলো ঘোষিত হারের চেয়ে বেশি নিচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এমন প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিয়ে ব্যাংকগুলোর বাস্তবচিত্র দেখতে মাঠে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যেসব ব্যাংক ডলার নিচ্ছে... যে উদ্দেশ্যে নিয়েছে, তা সেভাবেই ব্যবহার করছে কি না, আমাদের টিম সেটা দেখবে।”
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
-
খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান, পরামর্শ প্রধানমন্ত্রীর
-
বাজেট সহায়তা পেতে আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম