তাৎক্ষণিক লেনদেন: আরটিজিএসে যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2022 10:50 PM BdST Updated: 10 May 2022 10:50 PM BdST
তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তি করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্ট (বিডি-আরটিজিএস) পদ্ধতিতে যুক্ত হচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)।
আগামী ১ জুন থেকে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও অনলাইন ব্যবহার করে এ পদ্ধতিতে করা যাবে। তবে শুরুতে শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে লেনদেন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এক সাকুর্লার দিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত প্রস্তুতি নিতে বলেছে।
সার্কুলারে বলা হয়, তহবিল স্থানান্তর গতিশীল ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিডি-আরটিজিএস ব্যবস্থায় যুক্ত করা হল।
“প্রাথমিকভাবে শুধু প্রাতিষ্ঠানিক লেনদেন করা যাবে; কোনো গ্রাহকের লেনদেন করতে পারবে না।“
আরটিজিএস হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে তাৎক্ষণিক লেনদেন পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা।
বর্তমানে দেশের ব্যাংকগুলো এ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও গ্রাহকদের সঙ্গে লেনদেন করছে।
আর এনবিএফআই ম্যানুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকের এফডিডি ব্যবহার করে। এতে ব্যাংক ও এনবিএফআইয়ের সঙ্গে লেনদেন নিষ্পত্তিতে একদিন সময়ের প্রয়োজন হয়।
আরটিজিএসের সুবিধার বিষয়ে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে সফটওয়্যার স্থাপন ও মেইনটেন্সে একটু খরচ বাড়বে; কিন্ত লং রানে বেনিফিট (দীর্ঘমেয়াদি সুবিধা) দেখলে ব্যবস্থাপনা খরচ কমে যাবে। আর এ সফটওয়্যারের দামও খুব বেশি না।
“ভেন্ডররাই প্রতিবছর নবায়ন করে দিবে। আমরা ভেন্ডর নিযুক্ত করেছি। আশা করছি আগামী চলতি মাসের মধ্যেই লেনদেন শুরু করতে পারবো।“
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, ইতোমধ্যে ১৮টির মতো এনবিএফআই আরটিজিএসে যুক্ত হতে ভেন্ডর নিয়োগ করেছে। সবাই যুক্ত হলে ম্যানুয়্যালি লেনদেনের জটিলতা থেকে মুক্ত হবে এ খাত; খরচও কমবে।
বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় আরটিজিএস এর মাধ্যমে সর্বনিম্ন ১ লাখ টাকা ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখা কিংবা পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করা যায়। গ্রাহক ও ব্যাংক উভয়ই আরটিজিএসে লেনদেন করতে পারে।
অপরদিকে সরকারি অর্থ স্থনান্তরে এর কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ যেকোনো পরিমাণের অর্থ স্থানান্তর করা যায়।
দ্রুত লেনদেন নিষ্পত্তি হওয়ায় দিন দিন এর ব্যবহার বাড়ছে। বর্তমানে দৈনিক গড়ে ১৭ থেকে ১৯ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয় এ ব্যবস্থায়।
গত মার্চে ৬ লাখ ৫৪ হাজারটি লেনদেনে অর্থ স্থানান্তর হয় ৩ লাখ ৭৯ হাজার কোটি টাকা। গত বছরের মার্চে যা দুই লাখ কোটি টাকার ঘরে ছিল।
লেনদেন ব্যবস্থা অনলাইন পদ্ধতিতে আনাতে ২০১৫ সালের অক্টোবরে দেশে প্রথমবারের মতো আরটিজিএস চালু করা হয়। এতে সর্বশেষ যুক্ত হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বর্তমানে ৫৯টি বাণিজ্যিক ব্যাংকের ১১ হাজার শাখা আরটিজিএস ব্যবস্থায় যুক্ত রয়েছে।
-
মূল্যস্ফীতি আর ঋণের চাপে চ্যাপ্টা হওয়ার দশা দরিদ্র দেশগুলোর
-
পাইকারি বিদ্যুতের দাম ৫৮% বাড়ানোর সুপারিশ
-
স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানির ঋণের সুদ এখন সাড়ে ৩%
-
এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমেছে দাবি বিবিএসের
-
আগামী বাজেটে রাজস্বের লক্ষ্য বাড়ছে ৪০ হাজার কোটি টাকা
-
টিসিবির ট্রাকসেল বন্ধের ইঙ্গিত
-
বঙ্গবন্ধু টানেলের টোল আদায়েও চীনা নির্মাণ কোম্পানি
-
বাজেট অধিবেশন বসছে ৫ জুন
-
মূল্যস্ফীতি আর ঋণের চাপে চ্যাপ্টা হওয়ার দশা দরিদ্র দেশগুলোর
-
স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানির ঋণের সুদ এখন সাড়ে ৩%
-
পাইকারি বিদ্যুতের দাম ৫৮% বাড়ানোর সুপারিশ
-
এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি কমেছে, দাবি বিবিএসের
-
আগামী বাজেটে রাজস্বের লক্ষ্য বাড়ছে ৪০ হাজার কোটি টাকা
-
টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ