জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত, দাম বেশি নিলে ব্যবস্থা: মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2022 11:50 PM BdST Updated: 09 May 2022 11:50 PM BdST
-
পর্যাপ্ত সরবরাহ না থাকায় পেট্রোল, ডিজেল ও অকটনের প্রকট সংকট পঞ্চগড়ের ফিলিং স্টেশনগুলোতে।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে সঙ্কটের দোহাই দিয়ে কেউ বেশি দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সঙ্কটের খবরের প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
একই সঙ্গে বলা হয়, ঈদের আগে-পরে পরিবহন সঙ্কটের কারণে উত্তরাঞ্চলে জ্বালানির সরবরাহ সাময়িকভাবে কমে গেলেও তা আবার স্বাভাবিক হয়ে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ও ৮ মে বিভিন্ন গণমাধ্যমে দেশের উত্তরাঞ্চলে পেট্রোল ও অকটেনের সঙ্কট সংক্রান্ত সংবাদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসির আওতাধীন তেল বিপণন কোম্পানির মাধ্যমে সারাদেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রেখেছে। বর্তমানে চাহিদা অনুযায়ী দেশে অকটেন ও পেট্রোলের পর্যাপ্ত মজুত রয়েছে।
পঞ্চগড়ে ফিলিং স্টেশনে পেট্রোল সংকট, বিপদে বাইকাররা
উত্তরাঞ্চলে সঙ্কটের কারণ ব্যাখ্যা করে মন্ত্রণালয় বলেছে, খুলনার দৌলতপুর থেকে পার্বতীপুর ও চট্টগ্রাম থেকে রংপুরে রেল ওয়াগনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হয়। দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও রোজার ঈদ উপলক্ষে যাত্রী পরিবহনে প্রাধান্য দেওয়াসহ ইঞ্জিন স্বল্পতার কারণে ডিপোগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরি হয়েছিল। তবে এখন সারাদেশে অকটেন ও পেট্রোলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
“অন্যান্য জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। জ্বালানি সংকটের কথা বলে কেউ যদি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দেশে মে ও জুন মাসের চাহিদা অনুযায়ী অকটেন আমদানির সূচি চূড়ান্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
“এই সূচি অনুযায়ী প্রতি সপ্তাহেই জ্বালানি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। অন্যদিকে ইন্টার্ন রিফাইনারি লিমিটেড এবং জ্বালানি তেল উৎপাদনকারী দেশীয় বেসরকারি প্ল্যান্টগুলোতে অকটেন ও পেট্রোল উৎপাদন অব্যাহত রয়েছে; যা জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ আরও সুসংহত করবে।”
দেশীয় উৎপাদন দ্বারা পেট্রোলের সম্পূর্ণ চাহিদা পূরণ করা হয়ে থাকে। দেশে প্রতিমাসে গড়ে ৩৬০০০ টন অকটেন ও ৩৯০০০ টন পেট্রোলের চাহিদা রয়েছে।
দেশে বর্তমানে কী পরিমাণ ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের মজুদ আছে তা উল্লেখ করা না হলেও বর্তমান মজুদ, আমদানি পরিকল্পনা এবং দেশীয় উৎপাদন দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
-
ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
-
অগ্রাধিকামূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
-
অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা
-
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
-
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%
-
এলএনজি ও সার কেনায় আরও কিছুটা ‘সাশ্রয়’
-
‘একই দরে’ ডলার কেনাবেচা করবে ব্যাংক
-
পাচার হওয়া অর্থ ফেরাতে ‘দায়মুক্তির’ ঘোষণা আসছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে