সরকারের ঋণ: ব্যাংকে বাড়লেও কমেছে সঞ্চয়পত্রে
শেখ আবু তালেব, নিজস্ব প্রতিবেদক
Published: 09 May 2022 01:07 AM BdST Updated: 09 May 2022 01:07 AM BdST
-
ফাইল ছবি
-
ফাইল ছবি
-
ফাইল ছবি
-
চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বেড়েছে; যদিও তা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।
আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ঋণ কিছুটা বাড়লেও কমেছে সঞ্চয়পত্রসহ অন্যান্য খাত থেকে। এজন্য সরকারকে সঞ্চয়পত্র বিক্রি বাড়ানোর পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এটি মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনতে সহায়তা করবে।
অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া সরকারের ঋণ সংক্রান্ত এক প্রতিবেদনে এমন পরামর্শ আসে কেন্দ্রীয় ব্যাংক থেকে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগদ অর্থের দিক দিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে সরকার। এজন্য অভ্যন্তরীণ ঋণ চাহিদা কম। যদিও গতবারের তুলনায় কিছুটা বেশি নিয়েছে।
“মুদ্রানীতিতে বাজারে অর্থ সরবরাহের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। বর্তমানে তা এখনও রয়েছে ৯ শতাংশের ঘরে রয়েছে। এতে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের আরও ঋণ নেওয়ার সুযোগ আছে। সঞ্চয়পত্রের সুদহার এখনও তুলনামূলক বেশি। আকৃষ্ট করতে পারলে জনগণের কেনার পরিমাণ বাড়বে। এতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে আসবে।“

ফাইল ছবি
তবে সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ার জন্য সুদহার কমানো প্রধান কারণ নয় বলে মনে করছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত। কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রি বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ কমানোর পরামর্শের সঙ্গেও ভিন্নমত প্রকাশ করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক এই গবেষণা পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে তিনি বলেন, “সঞ্চয়পত্র বিক্রি কমছে মূলত জাতীয় পরিচয়পত্র সংযোজন করায়। আগে মানুষ নামে-বেনামে কিনত, এখন তা পারছে না। সঞ্চয়পত্র ক্রয়ের সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। এজন্য কমছে বিক্রি।
“না, আমার মনে হয় না মূল্যস্ফীতির সঙ্গে সঞ্চয়পত্রের সুদহারের সম্পর্ক খুব একটা আছে। সঞ্চয়পত্রের সুদের হার বাড়ালেই যে মানুষ সঞ্চয় বেশি করবে; বাজারে চাহিদা কমবে; তা আমার কাছে সঠিক মনে হয় না।’’
সরকার চলতি অর্থবছরের মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ আটকে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে গত মার্চ শেষে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ।
ঋণ এখন কত?
বাজেট ঘাটতি মেটানোসহ বিভিন্ন প্রয়োজনে সরকার ট্রেজারি বিল ও বন্ড, ওভার ড্রাফট, বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক, বন্ড ও সঞ্চয়পত্র ইস্যু করে ঋণ নিয়ে থাকে।
চলতি ২০২১-২০২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ২৬ হাজার ৭৭ কোটি টাকা; যা গত অর্থবছরের আলোচিত সময়ের চেয়ে ৫ দশমিক ১৬ শতাংশ বেশি।

ফাইল ছবি
এর মধ্যে আট মাসে ব্যাংক থেকে নিট ঋণ নিয়েছে ৮ হাজার ৭৩১ কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে যা ছিল ঋণাত্বক ৮ হাজার ৮৯৮ কোটি টাকা। অর্থাৎ ওই সময়ে সরকার আগের ব্যাংক ঋণ বেশি পরিশোধ করেছে নেওয়ার চেয়ে।
সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ পর্যন্ত ব্যাংক থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ১১ হাজার ১৬০ কোটি টাকা।
এদিকে চলতি অর্থবছরে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ১৯ হাজার ৮৬১ কোটি টাকা। অপরদিকে এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করেছে ১১ হাজার ১৩০ কোটি টাকা। এভাবে ব্যাংকিং খাত থেকে নিট ঋণ নিয়েছে আট হাজার ৭৩১ কোটি টাকা। এটি জাতীয় বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রার মাত্র ১১ দশমিক ৪ শতাংশ।
এছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে ১৪ হাজার ৬৮৯ কোটি টাকাসহ ব্যাংক বহির্ভূত অন্যান্য খাত থেকে এই আট মাসে মোট নিট ঋণ নিয়েছে ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা; যা গতবারের চেয়ে ১৪ হাজার ২৮৩ কোটি টাকা বা ৪৫ দশমিক ১৬ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারিতে নিয়েছিল ৩১ হাজার ৬২৯ কোটি টাকা।
চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট এক লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করে সরকার।
এরমধ্যে ব্যাংক থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে ৩৭ হাজার কোটি টাকা; যার মধ্যে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩২ হাজার কোটি টাকা।

আবার ব্যাংক বহির্ভূত খাতে গত ফেব্রুয়ারি পর্যন্ত মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে চার লাখ দুই হাজার ৬৩১ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল তিন লাখ ৭২ হাজার ৫২৪ কোটি টাকা।
ব্যাংক ও অন্যান্য খাত মিলিয়ে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে ছয় লাখ ৯ হাজার ২৩২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারিতে যা ছিল পাঁচ লাখ ৩৪ হাজার ৮১৩ কোটি টাকা। অর্থ্যাৎ এক বছরে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নিট ঋণ বেড়েছে ৭৪ হাজার ৪১৯ কোটি টাকা।
সঞ্চয়পত্র বিক্রি
চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি থেকে সরকার ঋণ পেয়েছে ১৪ হাজার ৬৮৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ হাজার ৩১১ কোটি টাকা।
ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের আট মাসে নতুন করে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৭১ হাজার ৫৫ কোটি টাকা। এ সময়ে ক্রেতাদের অর্থ ফেরত দিয়েছে ৫৬ হাজার ৩৬৬ কোটি টাকার।
আর শুধু গত ফেব্রুয়ারিতে সঞ্চয়পত্র থেকে দুই হাজার ৫২২ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।
-
ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
-
অগ্রাধিকামূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
-
অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা
-
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
-
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%
-
এলএনজি ও সার কেনায় আরও কিছুটা ‘সাশ্রয়’
-
‘একই দরে’ ডলার কেনাবেচা করবে ব্যাংক
-
পাচার হওয়া অর্থ ফেরাতে ‘দায়মুক্তির’ ঘোষণা আসছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে