সার তদারকি জোরদারে ডিসিদের নির্দেশ শিল্পমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 05:08 PM BdST Updated: 19 Jan 2022 05:23 PM BdST
সার চোরাচালান রোধের পাশাপাশি ডিলারদের কাছ থেকে অসাধু ব্যবসায়ীরা যাতে সার নিতে না পারে, তা তদারক করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়নে জেলা প্রশাসক সম্মেলনে চতুর্থ অধিবেশন শেষে তিনি একথা জানান।
শিল্পমন্ত্রী বলেন, “সার ডিলাররা মজুত করেছিল, তাদের নিয়ে মিটিং করি।
“দেশে যে সার উৎপন্ন হয় তা যথেষ্ট নয়, এ জন্য সার আমদানি করতে হয়। যে টার্গেট আছে ফুলফিল হয়েছে। এখন বাফার স্টকও আছে। শর্টেজের কোনো সম্ভাবনা নেই।”
সার মজুতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে গেল মাসে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছিলেন, বোরো মৌসুমের জন্য দেশে সব ধরনের সারের পর্যাপ্ত মজুত আছে। সঙ্কটের গুজব ছড়িয়ে কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করছে, ভ্রাম্যমাণ আদালতে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।

ফাইল ছবি
সারে তদারকি জোরদারে জেলা প্রশাসকের নির্দেশ দেওয়ার কথা জানিয়ে শিল্পমন্ত্রী হুমায়ূন বলেন, “ডিসিরা তদারকি করবেন। মজুত ঠিক আছে কি না এবং সঠিকভাবে তা বিতরণ করছে কি না, ডিসিরা তা দেখবেন।
“যেসব ডিলার ‘ফলস’ কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিষয়টি দেখবেন।”
বিসিক নিয়ে ভাবনার বিষয়ে তিনি বলেন, “যেসব প্লট অনেকে নিয়ে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছে, সেগুলোকে নতুন করে যোগ্য ব্যক্তিদের দেওয়া হবে।
“প্রত্যেকটাকে উৎপাদনমুখী করার জন্য কাজ চলছে। যেগুলো অনেক দিন ধরে পড়েছিল, সেগুলোকে নতুন করে করা হচ্ছে। নতুন কিছু বিসিকও করা হয়েছে।”
-
ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক
-
বাংলাদেশ থেকে ‘বিশেষ খাতে জনশক্তি নিতে চায়’ ইইউ
-
১০ মাস শেষে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১% পিছিয়ে
-
রেমিটেন্স বাড়লেও নীতি বদলে সতর্ক থাকার পরামর্শ
-
ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী
-
কৃষকের গম আসছে না সরকারের গোলায়
-
দেশে অর্থ পাঠাতে কাগজপত্র লাগছে না প্রবাসীদের
-
আরও কমল টাকার মান
-
ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক
-
বাংলাদেশ থেকে বিশেষ খাতে জনশক্তি নিতে চায় ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি
-
১০ মাস শেষে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১% পিছিয়ে
-
রেমিটেন্স প্রবাহ বাড়লেও নীতি বদলে সতর্ক থাকার পরামর্শ
-
ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী
-
মূল্য বৃদ্ধি: কৃষকের গম আসছে না সরকারের গোলায়
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প