ট্রাকে চাঁদাবাজি বন্ধে ডিসিদের সহযোগিতা চান কৃষিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 03:39 PM BdST Updated: 19 Jan 2022 11:30 PM BdST
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা কৃষিপণ্যের ট্রাকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, “সারা পৃথিবীতেই মধ্যস্বত্বভোগী আছে। এর বাইরেও আরও কিছু আছে অপ্রত্যাশিত। বিভিন্ন জায়গায় ট্রাক বা… তাদের এক্সট্রা খরচ করতে হয়।
“এটাকে কীভাবে কমানো যায়, প্রশাসনের সহযোগিতা চেয়েছি। আমরা বলেছি, এটা কতটুকু? প্রত্যেক ডিসি বলেছেন, তারা দায়িত্ব নেবেন। বিষয়টি আজ তুলে ধরে ডিসিদের সহযোগিতা চেয়েছি।”
বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলছিলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, “কেবিনেট সচিব বলেছেন, তারা একটি গবেষণা আমাদের সঙ্গে করাবেন- একটা ট্রাক ইশ্বরদী বা দিনাজপুর থেকে যে এল, এটি ঢাকায় এসে অ্যাকচুয়ালি কত দাম পেল।
“দিনাজপুরে কিংবা ইশ্বরদী কিংবা সাতক্ষীরায় চাষীরা মাঠ পর্যায়ে ফসল বিক্রি করে ১৫ টাকা পাচ্ছে প্রতি কেজিতে। ঢাকায় এসে সেটা কেন ৪০-৪৫ টাকা হবে? এটা হলো মধ্যস্বত্বভোগী বা ফরিয়া।
মন্ত্রী বলেন, “ট্রাকের খরচ বা কোথাও চাঁদাবাজির শিকার যদি তারা হয়ে থাকে, তাহলে কত টাকা কোথায় দিল? সেটা আমরা বের করি। বের করে তারপর আমরা চেষ্টা করব জাতীয় পর্যায়ে একটি ব্যবস্থা নিতে, যাতে এটি বন্ধ করা যায়।”
বাংলাদেশের জলবায়ু কৃষি উৎপাদনের উপযোগী হলেও আধুনিক কৃষিতে যেতে না পারার কারণে বাংলাদেশ সব সময় খাদ্য ঘাটতির দেশ হয়েই থেকেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এখন বিদেশ কৃষিপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে যাওয়ার জন্য আমের ভ্যাপার হিট ট্রিটমেন্ট করতে আমরা একটি উদ্যোগ নিয়েছি আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপনের। সেখান থেকে তারা একটি সার্টিফিকেট দেবে।
“পূর্বাচলে প্রধানমন্ত্রী ২ একর জমি দিয়েছেন। সেখানে ল্যাবরেটরি এবং প্যাকিং হাউজ করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন পণ্য আমরা বিদেশে নিতে পারি।”
-
ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক
-
বাংলাদেশ থেকে ‘বিশেষ খাতে জনশক্তি নিতে চায়’ ইইউ
-
১০ মাস শেষে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১% পিছিয়ে
-
রেমিটেন্স বাড়লেও নীতি বদলে সতর্ক থাকার পরামর্শ
-
ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী
-
কৃষকের গম আসছে না সরকারের গোলায়
-
দেশে অর্থ পাঠাতে কাগজপত্র লাগছে না প্রবাসীদের
-
আরও কমল টাকার মান
-
ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক
-
বাংলাদেশ থেকে বিশেষ খাতে জনশক্তি নিতে চায় ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি
-
১০ মাস শেষে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১% পিছিয়ে
-
রেমিটেন্স প্রবাহ বাড়লেও নীতি বদলে সতর্ক থাকার পরামর্শ
-
ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী
-
মূল্য বৃদ্ধি: কৃষকের গম আসছে না সরকারের গোলায়
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প