বহির্বাণিজ্য চাঙা রাখতে আমদানি-রপ্তানির সুবিধা বাড়ল

মহামারীর মধ্যে বহির্বাণিজ্য গতিশীল রাখতে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চলমান সুবিধার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 02:21 PM
Updated : 6 Jan 2022, 02:21 PM

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে বৃহস্পতিবার এবিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

এতে ব্যাক-টু-ব্যাকসহ শিল্প কাঁচামাল আমদানি, কৃষি যন্ত্রপাতি ও রাসায়নিক সার আমদানির অর্থ পরিশোধের মেয়াদ ১৮০ দিন থেকে বাড়িয়ে ২৭০ দিন করা হয়েছে।

আমদানি অর্থ পরিশোধে ধাপে ধাপে বাড়ানো এই সুবিধার মেয়াদ ছয় মাস বাড়িয়ে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যরা তিন কোটি ডলার পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পেয়ে আসছিলেন তাও ছয় মাস বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ঋণ পাওয়ার সুযোগ দেওয়া ছিল। সেটা বৃহস্পতিবার বাড়িয়ে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যরা ইডিএফ থেকে আড়াই কোটি ডলার ঋণ নিতে পারতেন।

কোভিড-১৯ মহামারীর মধ্যে রপ্তানি আয়ের ‘খরা’ কাটাতে ২০২০ সালের ১৭ মে সেই ঋণসীমা থেকে বাড়িয়ে তিন কোটি ডলার করা হয়।