রিটার্ন জমা বাড়লেও আয়কর আদায় কমেছে

নির্ধারিত সময় শেষে আয়কর বিবরণী জমা দেওয়ার পরিমাণ বাড়লেও কর আদায়ের পরিমাণ কমেছে ৭২৯ কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2022, 06:54 PM
Updated : 3 Jan 2022, 06:54 PM

এবার জরিমানা ছাড়া ২ জানুয়ারি পর্যন্ত আয়কর জমা দেওয়ার সুযোগ পান ব্যক্তিশ্রেণির করদাতারা।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২ জানুয়ারি পর্যন্ত আগের এক পঞ্জিকা বছরে আয়কর রিটার্ন দাখিল ও কর সংগ্রহের তথ্য প্রকাশ করেছে।

নতুন বছরের দুদিনসহ ২০২১ সালে ব্যক্তি পর্যায়ের আয়কর সংগ্রহ হয়েছে ৩ হাজার ২৮১ কোটি টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যা ছিল ৪ হাজার ১০ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় আদায় কম হয়েছে ৭২৯ কোটি টাকা বা ১৮ শতাংশ।

অপরদিকে ২ জানুয়ারি পর্যন্ত ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি রিটার্ন দাখিল হয়েছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ২১ লাখ ৫১ হাজার ৩২৬টি। শতকরা হিসেবে বেড়েছে ৭ শতাংশ।

এনবিআরের সর্বশেষ এ প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত মোট টিআইএন নিবন্ধন হয়েছে ৬২ লাখ ৭৭ হাজার ৭৬০টি। এরমধ্যে গত ২ জানুয়ারি পর্যন্ত আয়কর আয়কর বিবরণী জমা পড়েছে মাত্র ৩৭ শতাংশ।

বাধ্যতামূলকভাবে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর বিবরণী জমা দেওয়ার কথা। এবার কোভিড মহামারী পরিস্থিতি বিবেচনায় ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাস সময় বাড়ায় এনবিআর।

তবে সময়সীমার শেষ দিন সরকারি ছুটি থাকায় ২ জানুয়ারিতেও বিবরণী জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এদিকে নির্ধারিত সময়ে আয়কর বিবরণী জমা দিতে না পারায় সময় চেয়ে আবেদন করেছেন তিন লাখ ৬২ হাজার ২৮২ জন।