আবারও জাতিসংঘের সিডিপিতে দেবপ্রিয়

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 01:45 PM
Updated : 18 Dec 2021, 01:55 PM

সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসোক) পরামর্শে এই নিয়োগ দেওয়া হচ্ছে।

গত ১৩ ডিসেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ১ জানুয়ারি থেকে তিন বছর সিডিপির সদস্য হিসেবে দেবপ্রিয় দায়িত্ব পালন করবেন।

২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে সিডিপি। স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এই কমিটি।

জাতিসংঘের এই কমিটিতে বাংলাদেশ থেকে দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা কমিশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর রেহমান সোবহান ও প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ।