২০২২ সালে ব্যাংকে ছুটি ২৪ দিন
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2021 10:23 PM BdST Updated: 08 Nov 2021 10:23 PM BdST
ব্যাংকে ২০২২ সালে ২৪ দিন ছুটি থাকবে।
সোমবার বাংলাদেশ ব্যাংক আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে। তবে চাঁদ দেখার ভিত্তিতে বদলে যেতে পারে ছুটির দিন।
ব্যাংকের ২৪ দিন ছুটির মধ্যে আট দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। আর আগামী বছর মে মাসে সাপ্তাহিক ছুটির বাইরে সর্বোচ্চ পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক।
এছাড়া জুন, সেপ্টেম্বর ও নভেম্বরে সাপ্তাহিক ছুটির বাইরে কোনো বাড়তি ছুটি নেই।
কোন তারিখে কোন ছুটি
বছরের প্রথম ছুটি থাকবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ, শব-ই-বরাত ১৯ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, নববর্ষ ১৪ এপ্রিল, জুমাতুল বিদা ও শব-ই-ক্বদর ২৯ এপ্রিল ছুটি থাকবে।
মে দিবস উপলক্ষে পহেলা মে, ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ থেকে ৫ মে, বুদ্ধ পূর্ণিমা ১৫ মে, ব্যাংক হলিডে ১ জুলাই, ঈদ-উল-আযহা ৯ থেকে ১১ জুলাই, আশুরা ৯ অগাস্ট, জাতীয় শোক দিবস ১৫ অগাস্ট, জন্মাষ্টমী ১৮ অগাস্ট ছুটি থাকবে।
এর পরের ছুটি ৫ অক্টোবর; দুর্গাপূজা (বিজয়া দশমী) উপলক্ষে সেদিন সরকারি ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক।
পরে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ৯ অক্টোবর, বিজয় দিবস ১৬ ডিসেম্বর, যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ছুটি থাকবে।
-
ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
-
অগ্রাধিকামূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
-
অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা
-
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
-
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%
-
এলএনজি ও সার কেনায় আরও কিছুটা ‘সাশ্রয়’
-
‘একই দরে’ ডলার কেনাবেচা করবে ব্যাংক
-
পাচার হওয়া অর্থ ফেরাতে ‘দায়মুক্তির’ ঘোষণা আসছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম