সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে

চলতি ২০২১-২২ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৫ দশমিক ৫৯ শতাংশ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 07:13 PM
Updated : 23 Oct 2021, 10:38 AM

অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকা দিয়ে পাওয়া যেত সেই পণ্য বা সেবা গত সেপ্টেম্বর মাসে পেতে ১০৫ টাকা ৫৯ পয়সা খরচ হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গত মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৯৭ শতাংশ।

এ বছরের অগাস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

বৃহস্পতিবার পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্য খাতের মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ২১ শতাংশ হয়েছে। গত বছরের একই মাসে এই হার ছিল ৬ দশমিক ৫০ শতাংশ।

তবে গত মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশ কিছুটা বেড়ে ৬ দশমিক ১৯ শতাংশ হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ১২ শতাংশ।

গত মাসে দেশের গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের একই মাসে ছিল ৫ দশমিক ৯৬ শতাংশ।

সেপ্টেম্বর মাসে শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৫ শতাংশ, যা আগের বছরের একই মাসে ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ।