দক্ষ জনবল গড়ে তুলতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ জনবল গড়ে তুলতে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৩০ কোটি ডলার বা প্রায় ২ হাজার ৫৫০ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2021, 06:12 PM
Updated : 19 Oct 2021, 04:09 PM
সব মিলিয়ে ২ শতাংশ সুদে ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

সোমবার সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এই ঋণ‍চুক্তি স্বাক্ষরিত হয় ভার্চুয়াল এক অনুষ্ঠানে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সরকার দেশের যুব শক্তির কারিগরি দক্ষতা বাড়াতে ’এক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি অচিরেই শুরু হয়ে ২০২৬ সাল পর্যন্ত চলবে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে নারী এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীসহ বাংলাদেশি যুবক ও কর্মীদের ভবিষ্যত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদেরকে চাহিদাভিত্তিক দক্ষ জনবল হিসেবে তৈরি করা।

এ প্রকল্পের মাধ্যমে এক লাখ যুবক উপকৃত হবে এবং তা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।