রাশিয়া থেকে এক লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত

রাশিয়া থেকে সরকারিভাবে এক লাখ মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে সায় দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 01:17 PM
Updated : 29 Sept 2021, 01:17 PM

বুধবার কমিটির নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রস্তাবটি যখন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাবে, তখন এর দাম চূড়ান্ত হবে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এদিন সরকারি সংস্থা কাফকো, কাতার, সৌদি আরবের কাছ থেকে মোট এক লাখ ২০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে কাতারের কাছ থেকে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১১৯ কোটি ১৭ লক্ষ ৯৫ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।

সৌদি আরবের সাবিকের কাছ থেকে এক লটে ১১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৫৩০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এবং আরেক লটে ১১৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫৩০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার কিনবে বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য ১৭৪ কোটি ২০ লাখ টাকায় ইন্দোনেশিয়া থেকে ৪০ হাজার টন ফার্নেস অয়েল আনার প্রস্তাবও ক্রয় কমিটির অনুমোদন পেয়েছে।