হিসাব যত স্বচ্ছ হবে, কর আহরণ তত বাড়বে: এনবিআর চেয়ারম্যান

কর ফাঁকিসহ আর্থিক খাতের অনিয়ম রোধে করদাতাদের রিটার্নের সঙ্গে জমা দেওয়া হিসাব বিবরণীর স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 05:24 PM
Updated : 14 Sept 2021, 07:52 PM

মঙ্গলবার রাজধানীতে ২০২০-২১ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিটের সেরা করদাতাদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্য এনবিআর চেয়ারম্যান বলেন, “আপনাদের হিসাবের স্বচ্ছতাই দেশের কর আহরণ বাড়াতে পারে। আমরা আশা করি, সব ক্ষেত্রেই আপনাদের স্বচ্ছতা থাকবে। যত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে, তত বেশি কর আহরণ বাড়বে।”

তিনি বলেন, “সরকার সাধারণ মানুষের জন্য সেবার অবকাঠামো তৈরি করে। আর এ অবকাঠামোর সুবিধা নিয়ে আপনারা যারা বিজনেস করেন, তারা যত বেশি ‘ট্যাক্স’ দেবেন তত বেশি সরকার সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পারবে।“

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছয় খাতের ৩৩টি প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতার সম্মাননা তুলে দেন।

তিনি বলেন, বাংলাদেশের কর জিডিপির হার ১০ শতাংশের নিচে। এটা বাড়ানোর জন্য কর আহরণ ব্যবস্থা অটোমেশন করতে হবে।

“কর আদায় ব্যবস্থা অটোমেশন হলে এর আওতা ও করের পরিমাণ দুটোই বাড়বে।”

কর আহরণে আর্থিক খাতের অবদান বাড়াতে ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করার ওপর তাগিদ দেন তিনি।

সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

ব্যাংকিং খাতে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক বাংলাদেশ ব্র্যাঞ্চ, দি হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন- এইচএসবিসি, ডাচ্-বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল আরাফা ইসলামি ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংক।

সেবা ও অন্যান্য খাতে- গ্রামীণফোন, এমজেএল বাংলাদেশ ও শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড।

নন ব্যাংকিং খাতে- আইডিএলসি ফাইন্যান্স ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড- ইডকল।

বীমা খাতে- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ও জীবন বীমা করপোরেশন।

উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ ব্যাংক, গ্রামীণফোন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

ম্যানুফ্যাকচারিং খাতে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটোমোবাইল, পারফ্যাক্ট টোব্যাকো, নেসলে বাংলাদেশ, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও অলিম্পিক ইন্ড্রাস্ট্রি।