টানা তৃতীয় মাসে বাড়ল এলপিজির দাম
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2021 01:00 PM BdST Updated: 31 Aug 2021 03:17 PM BdST
-
ছবি: মোস্তাফিজুর রহমান
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে দেশের বাজারে সিলিন্ডারে বিক্রি হওয়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম টানা তৃতীয় মাসে বাড়ানো হল।
Related Stories
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি মঙ্গলবার মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ৮২ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৮৬ টাকা ০৭ পয়সা নির্ধারণ করেছে।
নতুন মূল্যহার অনুযায়ী সবচেয়ে বেশি প্রচলিত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে মূসকসহ ১০৩৩ টাকা হবে।
দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে দাম বাড়ানোর ঘোষণা দেন।
তিনি বলেন, অগাস্ট মাসের সৌদি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।
এর আগে গত অগাস্ট মাসে প্রতিকেজি এলপিজির দাম ৮ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছিল ৭৪ টাকা ২৪ পয়সা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।
সর্বশেষ অগাস্টে সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণমূল্য ধরা হয়েছে প্রতিটন ৬৫৬ দশমিক ৭৫ ডলার (এক ডলার সমান ৮৪ টাকা ৯৫ পয়সা ধরে)।
জুলাইয়ে এলপিজির দাম কেজিতে বাড়ল ৪ টাকার বেশি
জুলাইয়ে এলপিজির দাম কেজিতে বাড়ল ৪ টাকার বেশি
জুনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ৮৪২ টাকা
এলপিজির দাম নিয়ে অসন্তুষ্ট তারা
নতুন মূল্যহার অনুযায়ী সেপ্টেম্বরে ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয় ১০৩৩ টাকা। যা অগাস্টে ৯৯৩ টাকা, জুলাইয়ে ৮৯১ টাকা, জুনে ৮৪২ টাকা এবং মে মাসে ৯০৬ টাকা ছিল।
একইভাবে সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ টাকা, সাড়ে ১২ কেজি ১০৭৬ টাকা, ১৫ কেজি ১২৯১ টাকা, ১৬ কেজি ১৩৭৭ টাকা, ১৮ কেজি ১৫৪৯ টাকা, ২০ কেজি ১৭২২ টাকা, ২২ কেজি ১৮৯৩ টাকা, ২৫ কেজি ২১৫১ টাকা, ৩০ কেজি ২৫৮৩ টাকা, ৩৩ কেজি ২৮৪১ টাকা, ৩৫ কেজি ৩০১৩ টাকা এবং ৪৫ কেজি ৩৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির আদেশে দেখা যায়, প্রোপেন-বিউটেনের মিশ্রণমূল্য পরিবর্তন হলেও রিটেইল চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ, পরিবহন চার্জ, মূসক, মজুদকরণ চার্জ অপরিবর্তিত রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড পদ্ধতি) এলপিজির দাম মূসকসহ প্রতিকেজি ৮৩ টাকা ৭৭ পয়সা করা হয়েছে, যা অগাস্ট মাসে ৮০ টাকা ৪৩ পয়সা এবং জুলাই মাসে ৭১ টাকা ৯৪ পয়সা ছিল।
এছাড়া অটোগ্যাস ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা করা হয়েছে যা অগাস্টে ৪৮ টাকা ৭১ পয়সা এবং তার আগের মাসে ৪৪ টাকা ছিল।
গত ১২ এপ্রিল প্রথমবার দেশে এলপিজির দাম বেঁধে দেয় বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সৌদি আরমকোর সিপির (পাইকারি মূল্য) ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হচ্ছে।
-
ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
-
অগ্রাধিকামূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
-
অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা
-
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
-
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%
-
এলএনজি ও সার কেনায় আরও কিছুটা ‘সাশ্রয়’
-
‘একই দরে’ ডলার কেনাবেচা করবে ব্যাংক
-
পাচার হওয়া অর্থ ফেরাতে ‘দায়মুক্তির’ ঘোষণা আসছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম