অনলাইন সেবা দিতে বিডার সঙ্গে পাঁচ প্রতিষ্ঠানের সমঝোতা

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দিতে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 12:56 PM
Updated : 14 July 2021, 12:56 PM

বুধবার প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর ফলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিটি ব্যাংক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ১৪টি সেবা পাবেন বিনিয়োগকারীরা।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানিয়েছেন, এর মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন।

তিনি বলেন, “আমরা ১৫টি প্রতিষ্ঠানের মোট ৪৭টি সেবা অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দিয়ে আসছি। এই সেবা চালু হওয়ার পর বিনিয়োগকারীদের প্রায় পঁচিশ হাজার সেবা অনলাইনে দেওয়া সম্ভব হয়েছে।

“আমরা আমাদের টার্গেটের ৭০ শতাংশ সেবা অনলাইনে নিয়ে আসতে পেরেছি। এ বছরের মধ্যেই ৩৫টি প্রতিষ্ঠানের ১৫০টি সেবা দেওয়ার লক্ষ্যে বিডা কাজ করছে।”