মহামারীর মধ্যেও চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি

করোনাভাইরাসের মহামারীর মধ্যে সদ্য শেষ হওয়া অর্থ বছরে এনবিআরের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষের রাজস্ব আদায়ের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় বেড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2021, 03:02 PM
Updated : 7 July 2021, 03:02 PM

২০২০-২০২১ শেষে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ মোট ৫১ হাজার ৫৭৭ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯.৮ শতাংশ কম।

এ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৩০৩ কোটি টাকা।

২০১৯-২০২০ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দর ভিত্তিক রাজস্ব আদায়কারী এ প্রতিষ্ঠান আদায় করেছিল ৪১ হাজার ৮৫৩ কোটি টাকা। সেই হিসেবে এবার প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশের বেশি।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফখরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামারীর সময়ে প্রায় সব জায়গার কাজ স্থবির থাকলেও চট্টগ্রাম কাস্টম হাউজ সচল ছিল। মহামারীর চ্যালেঞ্জর মধ্যেও আমরা রাজস্ব আদায় বাড়াতে পেরেছি।”

সদ্য শুরু হওয়া ২০২১-২০২২ অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষকে ৬৫ হাজার ৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের এক কর্মকর্তা বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কমে আসাসহ বিভিন্ন পর্যায়ে শুল্ক ফাঁকির চেষ্টা রোধের ফলে রাজস্ব আদায় বেড়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকলে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বাড়বে।