আগের সময়েই ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন

দেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বর্ধিত সর্বাত্মক লকডাউনের মধ্যে আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2021, 12:00 PM
Updated : 28 April 2021, 12:00 PM

বুধবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ব্যাংক খোলা রাখা ও লেনেদেনের সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বর্তমানে ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনেদেন হয়।

পুঁজিবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

সরকার বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের সময় ৫ মে পর্যন্ত আরো এক দফা বাড়ানোর পর দুই নিয়ন্ত্রক সংস্থা তাদের সিদ্ধান্তের কথা জানায়।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলারে জানায়, এই সময়ে বর্তমান নিয়মেই ব্যাংকে লেনদেন চলবে।

এর আগে ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য আড়াইটা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

সরকার এখন নতুন করে ‘সর্বাত্মক লকডাউনের’সময় বাড়ানোর কারণে কেন্দ্রীয় ব্যাংক আগের নির্দেশনার সময় ৫ মে পর্যন্ত বাড়িয়ে নতুন এই সার্কুলার দিয়েছে।

বিধি-নিষেধ চলাকালে ব্যাংকের স্থানীয় কার্যালয়/প্রধান শাখাসহ সব অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা রাখা যাবে।

সিটি করপোরেশন এলাকাধীন প্রতি ২ কিলোমিটারের মধ্যে একটি শাখা (এডি শাখা না থাকলে) খোলা রাখতে হবে।

লকডাউনের এই সময়ে পুঁজিবাজারও আগের নিয়মে চলবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজার খোলা থাকবে।”

তৃতীয় দফা লকডাউনে সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন আড়াই ঘণ্টা করে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।