আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ‘সর্বাত্মক লকডাউনের’বাড়ানো সময়কালেও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে ব্যাংকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 03:11 PM
Updated : 20 April 2021, 03:11 PM

একইসঙ্গে আগের মতো সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজার চালু থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি পৃথকভাবে বিষয়টি জানিয়েছে।

সরকার মঙ্গলবার প্রজ্ঞাপনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের সময় ২৮ এপ্রিল পর্যন্ত আরো এক দফা বাড়ানোর পর দুই নিয়ন্ত্রক সংস্থা তাদের সিদ্ধান্তের কথা জানায়।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলারে জানায়, এই সময়ে বর্তমান নিয়মেই ব্যাংকে লেনদেন চলবে। 

এর আগে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য আড়াইটা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

সরকার এখন নতুন করে ‘সর্বাত্মক লকডাউনের’সময় বাড়ানোর কারণে কেন্দ্রীয় ব্যাংক আগের নির্দেশনার সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে নতুন এই সার্কুলার দিয়েছে।

বিধি-নিষেধ চলাকালে ব্যাংকের স্থানীয় কার্যালয়/প্রধান শাখাসহ সব অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা রাখা যাবে।

সিটি করপোরেশন এলাকাধীন প্রতি ২ কিলোমিটারের মধ্যে একটি শাখা (এডি শাখা না থাকলে) খোলা রাখতে হবে।

এ সময় উপজেলা পর্যায়ে প্রতিটি ব্যাংকের একটি শাখা বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার খোলা রাখতে হবে।

লকডাউনের এই সময়ে পুঁজিবাজারও আগের নিয়মে চলবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজার খোলা থাকবে।”

দ্বিতীয় দফা লকডাউনে সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন আড়াই ঘণ্টা করে দেশের দুই পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।