‘ছোটদের’ প্রণোদনা ঋণ মিলবে ৩০ জুন পর্যন্ত

মহামারীর ক্ষতি কাটাতে সরকার ঘোষিত সিএমএসএমই খাতের ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাওয়ার সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2021, 04:02 PM
Updated : 12 April 2021, 04:02 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন সময় অনুযায়ী ৩০ জুন পর্যন্ত ঋণ দেওয়া যাবে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির শিল্প ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের।

করোনাভাইরাস মহামারীর ক্ষতি সামলাতে গত বছরের ১৩ এপ্রিল সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। ঠিক মতো বিতরণ না হওয়ায় পরে কয়েক দফা সময় বাড়ানো হয়।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে মার্চ পর্যন্ত তিন মাস সময় বাড়ানো হয়।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এ প্যাকেজের ৭২ দশমিক ৩১ শতাংশ টাকা দেওয়া হয়েছে। পুরো অর্থ বিতরণে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

আরও পড়ুন