লকডাউনেও মূসক ও সম্পূরক শুল্ক জমা দেওয়া যাবে
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 10:56 PM BdST Updated: 08 Apr 2021 10:56 PM BdST
লকডাউনের মধ্যেও রাজস্ব আহরণের চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) আব্দুল মান্নান শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ ও ২০১৬ সালের বিধিমালা অনুযায়ী করদাতা কর্তৃক প্রতি ইংরেজি মাস (কর মেয়াদ) শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে মূসক ও সম্পূরক শুল্ক জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় সুদ ও জরিমানা আরোপের বিধান রয়েছে।
“এ কারণে করদাতাদের সুবিধার্থে লকডাউনের মধ্যেও দেশের সকল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দপ্তর সমুহ খোলা রাখা হয়েছে।”
এর ফলে করদাতারা স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট ভ্যাট দপ্তরে দাখিলপত্র পেশ করতে পারবেন।
অর্থাৎ লকডাউন পরিস্থিতিতে মানুষের চলাচলে সরকারের বিধিনিষেধ থাকলেও সরকারের পাওনা ভ্যাটের অর্থ পরিশোধ করতে হবে।
-
ব্যাংককর্মী কোভিডে আক্রান্ত হলে ক্ষতিপূরণ আর নেই
-
‘হিট শকে’ এক লাখ টন চাল কম উৎপাদনের শঙ্কা
-
ইএফটি চালু, চেকও ক্লিয়ার হচ্ছে
-
ঝুঁকিতে থাকা শ্রমিকদের বাঁচাতে সামাজিক সংলাপের তাগিদ
-
ভ্যাট ফাঁকি: নারায়ণগঞ্জ ক্লাবকে নোটিস
-
কাগজের কর প্রত্যাহার চান সম্পাদকরা
-
ব্যাংকে গ্রাহক কম, লেনদেনও হাতেগোনা
-
খাতা খোলার হাল ফেরেনি
সর্বাধিক পঠিত
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের