উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশকে বিমসটেকের অভিনন্দন

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 02:00 PM
Updated : 3 March 2021, 02:02 PM

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেকফেল সংস্থাটির পক্ষ থেকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অসাধারণ উন্নয়ন, বিশেষ করে করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বিমসটেক মহাসচিব।”

আগামী দিনগুলোতে মহামারী পরিস্থিতির আরও উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ভুটানের নাগরিক তেনজিনের সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধে ভুটানের অবদান এবং বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা।

তেনজিং তার দেশের রাজা এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। শেখ হাসিনাও ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।