ইডিএফ: জুন পর্যন্ত ৩ কোটি ডলার করে ঋণ মিলবে
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2021 09:21 PM BdST Updated: 27 Jan 2021 09:21 PM BdST
বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে জুন পর্যন্ত তিন কোটি ডলার করে ঋণ নিতে পারবেন পোশাক রপ্তানিকারকরা।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে।
কোভিড-১৯ মহামারীতে রপ্তানি আয়ের ‘খরা’ কাটাতে গত ১৭ মে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ- এর সদস্যদের ইডিএফ থেকে ঋণ নেওয়ার সীমা আড়াই কোটি ডলার থেকে বাড়িয়ে তিন কোটি ডলার করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
একইসঙ্গে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত একজন তৈরি পোশাক রপ্তানিকারককে এই তহবিল থেকে তিন কোটি ডলার পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বুধবার নতুন সার্কুলারের মাধ্যমে এই সময় বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, “কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
২০১৮ সালের ২১ মের সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, উপকরণ আমদানির ক্ষেত্রে রপ্তানি ঋণপত্র/নিশ্চিত চুক্তি/ অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে বিজিএমইএ ও বিটিএমই সদস্য কোম্পানিগুলো ইডিএফ থেকে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিতে পারবে।
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মে অপর এক সার্কুলারে এই সীমা বাড়িয়ে ৩ কোটি ডলার করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছরের ৭ এপ্রিল পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, তাতে ইডিএফ ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করার কথা বলেছিলেন।
সে অনুযায়ী ইডিএফের আকার ইতোমধ্যে ৫০০ কোটি ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি রপ্তানিকারকদের জন্য এ তহবিল থেকে ঋণের সুদের হার কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।
আগে ইডিএফ থেকে কোনো রপ্তানিকারক ঋণ নিলে লাইবর (লন্ডন ইন্টারব্যাংক অপার রেট) এর সঙ্গে ১ দশমিক ৫ শতাংশ যোগ করে সুদের হার নির্ধারণ করা হত। লাইবর রেট উঠানামা করায় সুদের হার ৩ থেকে ৪ শতাংশের মত পড়ে যেত।
স্বাধীনতার পর বিশ্ব ব্যাংকের সহায়তায় ১৫ মিলিয়ন ডলার নিয়ে ইডিএফ গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। দেশের রপ্তানি আয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সেই তহবিল এখন ৫ বিলিয়ন ডলার হয়েছে।
ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বাড়াতে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএসহ অন্যান্য রপ্তানিকারক সংগঠনের সদস্যরা ইডিএফ থেকে ঋণ পায়।
-
দক্ষিণ এশিয়ায় ‘অর্থনৈতিক শক্তি’ হয়ে উঠছে বাংলাদেশ: ওয়াল স্ট্রিট জার্নাল
-
এপ্রিলেই আসছে মেট্রোরেলের প্রথম কোচ
-
রপ্তানি বাড়াতে নতুন পণ্য তৈরিতে জোর প্রধানমন্ত্রীর
-
যা হারাব, তার চেয়ে বহুগুণ পাব: অর্থমন্ত্রী
-
উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশকে বিমসটেকের অভিনন্দন
-
জরুরি ভিত্তিতে কেনা হবে সাড়ে ৫ লাখ টন চাল
-
আয় থাকলে কর কেন নয়, বুঝতে পারছেন না এনবিআর প্রধান
-
দারিদ্র্য বিমোচনে জোর দিয়ে এডিপি সংশোধন
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা