মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2021 11:41 PM BdST Updated: 25 Jan 2021 11:41 PM BdST
চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আহরণে ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন।
সোমবার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে মোট ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে। এই আহরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ৩৪৬ কোটি টাকা বেশি, অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।”
তিনি বলেন, চলতি অর্থবছরে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। সেখানে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ১ লাখ ৪১ হাজার ২২০ কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল।
সে হিসাবে অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৭৮৬ কোটি টাকা রাজস্ব আদায় পিছিয়ে রয়েছে সরকার।
এনবিআর চেয়ারম্যান বলেন, “গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত দেশে করোনাভাইরাস মহামারী শুরু হয়নি। তখন স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত ছিল। অথচ চলতি অর্থবছর শুরু হয়েছে মহামারী নিয়ে। তারপরও প্রথম ছয় মাসের রাজস্ব আদায়ে গত অর্থবছরের তুলনায় ৪ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধিকে আমরা ইতিবাচকভাবে দেখছি।”
সামনে রাজস্ব আদায় আরও বাড়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “দেশে এখন ভ্যাকসিন এসেছে। মানুষ ভ্যাকসিন নেবে, মানুষের মধ্যে মহামারী ভীতি দূর হবে। এরপর স্বাভাবিকভাবে মানুষ ব্যবসা-বাণিজ্য করতে পারলে এই রাজস্ব আদায় আরও বাড়বে বলে আমি আশাবাদী।”
সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করবে এনবিআর। তবে কোভিড-১৯ মহামারী বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে প্রচারের মাধ্যমে এবার দিবসটি পালন করা হবে।
এনবিআর চেয়ারম্যান জানান, কাস্টমস খাতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৩৩ হাজার ৬৪৩ কোটি ১২ লাখ টাকার রাজস্ব আহরণ হয়েছে। এই আহরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ দশমিক ৭৭ শতাংশ বেশি। গত পুরো অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছিল ৬০ হাজার ৫৫২ কোটি ২৩ লাখ টাকা।
মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর সম্মেলন কক্ষে সেমিনার, টেলিভিশনে আলোচনা সভা এবং দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি।
-
শুল্ক কমিয়ে আমাদের বাঁচান: অনুরোধ সিরামিক ব্যবসায়ীদের
-
এখন বাড়াতে হবে সক্ষমতা: আহসান এইচ মনসুর
-
এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ
-
সুখবর জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
-
সংশোধনে এডিপি ৩.৬৫% কমানোর পরিকল্পনা
-
পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
-
রাষ্ট্রায়ত্ত চিনি কলে ৫ বছরে ৪ হাজার কোটি টাকা লোকসান
-
পিপলস লিজিংয়ের খেলাপি ঋণের টাকা দিতেই হবে: হাই কোর্ট
-
শুল্ক কমিয়ে আমাদের বাঁচান: অনুরোধ সিরামিক ব্যবসায়ীদের
-
পণ্য বহুমুখীকরণ ও সক্ষমতায় দিতে হবে জোর: কে এ এস মুরশিদ
-
এখন বাড়াতে হবে সক্ষমতা: আহসান এইচ মনসুর
-
এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেল বাংলাদেশ
-
উন্নয়নশীল দেশে উত্তরণ: সুখবর জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
-
সংশোধনে এডিপি ৩.৬৫% কমানোর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল