মাসে হাজার মণের বেশি কাঁচা পাট মজুদ করা যাবে না
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 10:14 PM BdST Updated: 20 Jan 2021 10:14 PM BdST
-
কৃষক আজগর আলী জানান, আবাদের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর তার পাটের ফলন ভালো হয়েছে। আর জলাশয়গুলোতে পর্যাপ্ত পানি থাকায় ঠিক সময়ে পাট জাগও দিতে পেরেছেন। এবার ভালো দাম মিলছে শুনে মৌসুমে শুরুতেই তিনি পাট বিক্রি করতে এসেছেন হাটে। ছবি: মোস্তাফিজুর রহমান (ফাইল ছবি)
-
এক মাসে এক হাজার মণের বেশি কাঁচা পাট মজুদ রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ নির্দেশনা দেন।
মন্ত্রীর নির্দেশনায় বলা হয়, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করতে কাঁচাপাটের ডিলার ও আড়তদাররা এক হাজার মণের বেশি কাঁচাপাট এক মাসের বেশি সময় ধরে মজুদ রাখতে পারবেন না।
এ বিষয়ে প্রয়োজনীয় নিতে ইতোমধ্যে পাট অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বিজেএমসির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহিদ মিয়াসহ পাট ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
দস্তগীর গাজী বলেন, “সম্প্রতি দেশে কাঁচাপাটের সঙ্কট তৈরির কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিত করতে বীজ সরবরাহের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচবছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে একটি রোডম্যাপ তৈরি করেছে ।
সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাটবীজ উৎপাদনে স্বনির্ভর হবে। প্রয়োজনীয় পাটবীজ সংগ্রহে আমদানি নির্ভরতা আর থাকবে না। চলতি পাট মৌসুম থেকেই রোডম্যাপ বাস্তবায়ন শুরু হবে।
উচ্চফলনশীল পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং মানসম্মত পাট উৎপাদনে কৃষকদের সহায়তা দিতে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্প নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
দেশের ৪৬ জেলার ২৩০টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রতিবছর প্রত্যক্ষভাবে ১ লাখ ৫৩ হাজার পাট চাষী এবং পরোক্ষভাবে ৬ লাখ ১২ হাজার কৃষক ও পরিবারের সদস্য উপকৃত হচ্ছেন বলে পাট মন্ত্রণালয়ের ভাষ্য।
চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬৬৮ দশমিক ১১ মিলিয়ন ডলার আয় করেছে।
এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৫৬ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৯দশমিক ২৯ শতাংশ বেশি।
-
শুল্ক কমিয়ে আমাদের বাঁচান: অনুরোধ সিরামিক ব্যবসায়ীদের
-
এখন বাড়াতে হবে সক্ষমতা: আহসান এইচ মনসুর
-
এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ
-
সুখবর জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
-
সংশোধনে এডিপি ৩.৬৫% কমানোর পরিকল্পনা
-
পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
-
রাষ্ট্রায়ত্ত চিনি কলে ৫ বছরে ৪ হাজার কোটি টাকা লোকসান
-
পিপলস লিজিংয়ের খেলাপি ঋণের টাকা দিতেই হবে: হাই কোর্ট
-
শুল্ক কমিয়ে আমাদের বাঁচান: অনুরোধ সিরামিক ব্যবসায়ীদের
-
পণ্য বহুমুখীকরণ ও সক্ষমতায় দিতে হবে জোর: কে এ এস মুরশিদ
-
এখন বাড়াতে হবে সক্ষমতা: আহসান এইচ মনসুর
-
এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেল বাংলাদেশ
-
উন্নয়নশীল দেশে উত্তরণ: সুখবর জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
-
সংশোধনে এডিপি ৩.৬৫% কমানোর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল