মেয়াদ না বাড়িয়ে প্রকল্পের অবস্থা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 09:32 PM BdST Updated: 05 Jan 2021 09:32 PM BdST
-
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা।
তিন বছরের প্রকল্প নয় বছরেও শেষ করতে না পেরে আরও চার বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব একনেক সভায় উপস্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ জানিয়ে ফেরত পাঠিয়েছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সর্বশেষ কী অবস্থা, শিগগির তা সরেজমিন পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জন্য এ রকম কয়েকটি ভবন দাঁড় করানো হলেও সেগুলোর কোনোটিই ব্যবহার উপযোগী করা হয়নি, যদিও তিন বছরের প্রকল্প এরইমধ্যে নয় বছর খেয়ে ফেলেছে।
অনিয়মে আটকে কুষ্টিয়া মেডিকেলের নির্মাণ
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকল্পটি ২৭৫ কোটি টাকা ব্যয়ে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে শেষ করার লক্ষ্য নিয়ে অনুমোদন দেওয়া হয়। এরপর দুই দফায় ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
পরে ২০১৬ সালে প্রকল্পের ব্যয় ৬৮২ কোটি টাকায় উন্নীত করে ২০১৯ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা।
“এখন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নয় বছর শেষ হয়ে গেছে। সেই হিসাবে আরও চার বছর বাড়ানো হলে ১৩ বছরে প্রকল্পটি শেষ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।
“এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়ে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ফিরিয়ে দেন এবং আইএমইডিকে সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের সর্বশেষ কী অবস্থা তার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
পরিকল্পনামন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব এই প্রকল্প পরিদর্শনের জন্য আইএমইডি সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। তারা সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবে।
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব