মহামারীর বছরে ২০% বেশি রেমিটেন্স
আবদুর রহিম হারমাছি, প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2021 07:39 PM BdST Updated: 03 Jan 2021 08:15 PM BdST
কোভিড-১৯ মহামারীর বছরে অর্থনীতি চুপসে গেলেও রেমিটেন্সে ছিল গতি; বছর শেষে হিসাব করে দেখা গেল, আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ (২১.৭৪ বিলিয়ন) ডলার রেমিটেন্স দেশে এসেছে।
আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ১৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসাবে ২০২০ সালে ২০ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে।
সদ্য শেষ হওয়া বছরে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, তা বাংলাদেশের ইতিহাসে আগে কখনই আসেনি।
অথচ গত বছরের শুরুতেই করোনাভাইরাস মহামারি শুরু হলে রেমিটেন্সে খরা নামার আশঙ্কা করা হয়েছিল।
এপ্রিলে রেমিটেন্স কমেও গিয়েছিল। কিন্তু তারপর ধারাবাহিকভাবে রেমিটেন্স বেড়েছে।
এর মধ্যে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে এসেছে এক হাজার ২৯৪ কোটি ৪৭ লাখ (১২.৯৪ বিলিয়ন) ডলার।
আর ২০১৯-২০অর্থবছরের শেষ ছয় মাসে অর্থাৎ জানুয়ারি-জুন সময়ে এসেছে ৮৭৯ কোটি ৭০ লাখ (৮.৭৯ বিলিয়ন) ডলার।
গত জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছিল, যা ছিল মাসের হিসেবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

ফাইল ছবি
২০২০: রেমিটেন্সের উল্টো পিঠে স্বপ্নভঙ্গের বেদনা
কর্মহীনতার অনিশ্চয়তায় প্রবাসফেরত কর্মীরা
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন দেশে থাকা ১ কোটিরও বেশি বাংলাদেশির পাঠানো অর্থ। দেশের জিডিপিতে এই রেমিটেন্সের অবদান ১২ শতাংশের মতো।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২০ সালের শেষ মাস ডিসেম্বরে ২০৫ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ২০১৯ সালের ডিসেম্বরের চেয়ে ২১ দশমিক ২১ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের ছয় মাসের পাঁচ মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে।
২০১৯ সালের ডিসেম্বরে ১৬৯ কোটি ১৬ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল দেশে।
আর চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১৩ বিলিয়ন ডলারের যে রেমিটেন্স এসেছে তা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৭ দশমিক ৬০ শতাংশ বেশি।
রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার।
নতুন মাইলফলকে রিজার্ভ
এদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে মহামারীর মধ্যেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন গত ৩০ ডিসেম্বর ৪৩ বিলিয়ন (৪ হাজার ৩০০ কোটি) ডলার অতিক্রম করেছে।
রোববার দিন শেষে রিজার্ভে ছিল ৪৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
আরও খবর
প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি চাইলেন মুস্তফা কামাল
প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি চাইলেন মুস্তফা কামাল
রেমিটেন্স: গত অর্থবছরের ৪৪% এসেছে সাড়ে ৩ মাসেই
তিন মাসে রেমিটেন্সে রেকর্ড প্রবৃদ্ধি
আড়াই মাসেই ৬ বিলিয়ন ডলার রেমিটেন্স
প্রবাসফেরত কর্মীর সংখ্যা ‘আশঙ্কাজনক’ নয়: মন্ত্রী
মহামারীকালে জুলাই মাসে রেমিটেন্সে রেকর্ড
রেমিটেন্স ১৮ বিলিয়ন ডলার ছাড়াল, তার দ্বিগুণের পথে রিজার্ভ
রেমিটেন্স ১৮ বিলিয়ন ডলার ছাড়াল, তার দ্বিগুণের পথে রিজার্ভ
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব