বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও কমেছে
আবদুর রহিম হারমাছি, প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021 10:31 AM BdST Updated: 01 Jan 2021 10:31 AM BdST
-
মহামারীতে বড় ধাক্কা খেয়েছে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা, ফাইল ছবি
বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি আরও কমে গেছে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সর্বশেষ যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, নভেম্বর মাসে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২১ শতাংশ; আগের অর্থবছরের নভেম্বরে যা ৯ দশমিক ৮৭ শতাংশ ছিল।
২০২০-২১ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বর শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার ৯০২ কোটি টাকা। আগের অর্থবছরের নভেম্বর শেষে এর পরিমাণ ছিল ১০ লাখ ৩৫ হাজার ৮১৫ কোটি ৩০ লাখ টাকা।
মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সোয়া লাখ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, তার ওপর ভর করে জুলাই-সেপ্টেম্বরে দেশে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধিতে গতি এসেছিল। কিন্তু অক্টোবরে তা আবার কমতে শুরু করে।
ফের তলানিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি
ব্যাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, মহামারীর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরের শেষ মাস জুনে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি কমে ৮ দশমিক ৬১ শতাংশে নেমে আসে।
এরপর সরকারের প্রণোদনা ঋণে ভর করে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই প্রবৃদ্ধি বেড়ে ৯ দশমিক ২০ শতাংশ হয়। অগাস্টে তা আরও বেড়ে ৯ দশমিক ৩৬ শতাংশে এবং সেপ্টেম্বরে ৯ দশমিক ৪৮ শতাংশে ওঠে।
কিন্তু অক্টোবরে এই প্রবৃদ্ধি কমে আবার সেই ৮ দশমিক ৬১ শতাংশে নেমে আসে। নভেম্বরে তা আরও কমে ৮ দশমিক ২১ শতাংশ হয়েছে।
প্রবৃদ্ধি কমেছে সরকারি খাতের ঋণপ্রবাহেও । নভেম্বর শেষে সরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ১৪৬ কোটি টাকা, যা গত বছরের নভেম্বরের চেয়ে ২৫ দশমিক ৮৮ শতাংশ বেশি।
অক্টোবরে এই প্রবৃদ্ধি ছিল ২৯ দশমিক ৭৬ শতাংশ, সেপ্টেম্বরে ছিল ৩৫ দশমিক ৩১ শতাংশ। আর গত ২০১৯-২০ অর্থবছরের শেষ মাস জুনে সরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ছিল ৫৯ দশমিক ৯২ শতাংশ।
চলতি ২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। গত অর্থবছরের মুদ্রানীতিতেও এই একই লক্ষ্য ধরা ছিল, বিপরীতে ঋণ বেড়েছিল ৮ দশমিক ৬১ শতাংশ।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রণোদনার ঋণ ছাড়া ব্যাংকগুলো এখন অন্য কোনো ঋণ বিতরণ করছে না। কোভিড-১৯ এর কারণে বিশেষ ছাড়ে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ঋণের কিস্তিও আদায় করেনি ব্যাংকগুলো। সে কারণে নতুন ঋণ বিতরণের টাকাও নেই অনেক ব্যাংকের।
“তাই, মাঝে কয়েক মাস বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বাড়লেও এখন তা আবার কমে এসেছে। এখন সেটা কতোটা কমবে; সেটাই উদ্বেগের বিষয়।”
গত ২৯ জুলাই বাংলাদেশ ব্যাংক ২০২০-২১ অর্থবছরের যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতে মোট অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ দশমিক ৩ শতাংশ; যার মধ্যে সরকারি ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য হচ্ছে যথাক্রমে ৪৪ দশমিক ৪ শতাংশ ও ১৪ দশমিক ৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে নভেম্বর শেষে দেশে মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৪ হাজার ৬৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে বেসরকারি খাতে বিতরণ করা ঋণ ১১ লাখ ২০ হাজার ৯০২ কোটি টাকা। সরকার নিয়েছে এক লাখ ৯৩ হাজার ১৪৬ কোটি টাকা।
প্রণোদনায় ভর করে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি বাড়ছে
মহামারীর ধাক্কা: বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি তলানিতে
গত বছরের নভেম্বর শেষে মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ১২ লাখ ১৬ হাজার ২০২ কোটি ৫০ লাখ টাকা। যার মধ্যে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ৩৫ হাজার ৮১৫ কোটি ৩০ লাখ টাকা। আর সরকারের ঋণ ছিল এক লাখ ৫৩ হাজার ৪৩৬ কোটি ৩০ লাখ টাকা।
এ হিসাবেই নভেম্বর শেষে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৬ শতাংশ। সরকারি ঋণের ২৫ দশমিক ৮৮ শতাংশ, আর বেসরকারি খাতে ৮ দশমিক ২১ শতাংশ।
মহামারী মোকাবেলায় এখন পর্যন্ত সোয়া লাখ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। তার মধ্যে বড় শিল্প ও সেবা খাতে ৩৩ হাজার কোটি টাকা এবং কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে (সিএমএসএমই) ২০ হাজার কোটি টাকার তহবিল অন্যতম।
এই দুই তহবিলের জন্য ২৫ হাজার কোটি টাকা (১৫ হাজার ও ১০ হাজার কোটি টাকা) যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
১৪ এপ্রিলের মধ্যে এলপিজির দাম নির্ধারণ: আদালতে জানাল বিইআরসি
-
ছয় মাসে এডিপি বাস্তবায়ন ২৪%
-
ছোট ঋণ বিতরণ বাড়াতে ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা
-
দারিদ্র্যের হার নিয়ে সানেমের তথ্য মানতে নারাজ পরিকল্পনামন্ত্রী
-
মহামারী বেকার করেছে সাড়ে ৩ লাখ পোশাককর্মীকে: সিপিডি
-
মহামারীতে দারিদ্র্য দ্বিগুণ বেড়ে ৪২%: সানেম
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব