আয়কর রিটার্ন: ব্যাংকের কাজ সারতে হবে বুধবারের মধ্যে

ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ দিন বৃহস্পতিবার হলেও সেদিন ব্যাংক হলিডে থাকবে বলে আয়কর সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম বুধবারের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 06:42 PM
Updated : 29 Dec 2020, 06:42 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে। কিন্তু ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সকল ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে।

“এ অবস্থায়, আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর বুধবারের মধ্যে সম্পন্ন করার জন্য করদাতাগণকে অনুরোধ করা যাচ্ছে।”

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। তবে করোনাভাইরাস মহামারীর কারণে এবার সেই সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।